ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই অধিনায়ক তামিম
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকা এসেছে ভারত দল। কোহলি-রোহিতদের আসার দিনে দুঃসংবাদ শুনলো বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবালকে। ইনজুরির কারণে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। টেস্ট সিরিজেও অভিজ্ঞ এই ওপেনারকে নিয়ে আছে শঙ্কা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার অনুশীলনে কুঁচকিতে টান পড়ে তামিমের। এমআরআই করানোর পর তামিমের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিসিবি। তার পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন, তা জানানো হয়নি। জানা গেছে, লিটন কুমার দাসকে নেতৃত্বে দেখা যেতে পারে।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, 'এমআরআই করানোর পর নিশ্চিত হওয়া গেছে যে, তামিমের ডান কুঁচকিতে গ্রেড ওয়ান স্ট্রেইন আছে। দুই সপ্তাহর জন্য তাকে আমরা রক্ষণশীল চিকিৎসা ব্যবস্থার মধ্যে রাখবো, এরপর শুরু হবে তার পুনর্বাসন। দুর্ভাগ্যবসত এর মানে হচ্ছে, তাকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। টেস্ট সিরিজেও তাকে নিয়ে শঙ্কা আছে।'
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফিজিওর পরামর্শ অনুযায়ী প্রথম ওয়ানডেতে বিশ্রামে থাকবেন পিঠের ব্যথায় ভোগা পেসার তাসকিন আহমেদ। তার বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের ম্যাচটি মিরপুরেই হবে ৭ ডিসেম্বর। শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল: লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।