মেসি বিশ্বকাপ জিতুক, খুব করে চান রোনালদো
দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর কম সময় যায়নি। এরপর আটটি বিশ্বকাপ খেলেছে আলবিসেলেস্তেরা, চলে গেছে ৩৬ বছর। শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি। দুবার নিঃশ্বাস দূরত্বে গিয়েও বিবর্ণ হয়ে উঠেছে শিরোপা স্বপ্ন। কাতারে দীর্ঘ অপেক্ষার ইতি টানতে মরিয়া লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি। যেকোনো উপায়ে শিরোপা সংখ্যাটা দুই থেকে তিনে নিয়ে যেতে চায় তারা।
দীর্ঘ অপেক্ষা তো আছেই, আছে আরেকটি চাওয়া। যা শুধু আর্জেন্টাইন সমর্থকদেরই নয়, দলটির ফুটবলারদেরও। ক্লাব ও জাতীয় দলে অনেক কীর্তি গড়া লিওনেল মেসির হাতে শিরোপা দেখতে চান ডি পল, আলভারেস, ডি মারিয়ারা। দেশের হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পাশাপাশি দলের প্রাণ ভোমরা মেসির হাতে শিরোপা দেখতে মরিয়া অন্য স্বপ্নসারথীরা।
২০১৪ বিশ্বকাপে স্বপ্নের খুব কাছে যাওয়া মেসির হাতে শিরোপা দেখতে চান আরেকজন। তবে তিনি আর্জেন্টাইন নন, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেখতে চান ব্রাজিলের হয়ে বিশ্বজয়ী এই ফুটবলার। বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা অবশ্য কেবল মেসির হাতেই শিরোপা দেখতে চান, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শিরোপা জয়ে বরং খারাপই লাগবে তার।
বিশ্বকাপ দেখতে শুরু থেকেই কাতারে আছেন রোনালদো। এমন কিংবদন্তি কাউকে পেলে তাকে ঘিরে ধরেন সংবাদকর্মীরা। সোমবারও তাকে আবদার মেটাতে হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনার শিরোপা জয় তার সত্তায় আঘাত দেবে। কিন্তু মেসির হাতে শিরোপা দেখতে চান তিনি, 'আমি মেসির হাতে বিশ্বকাপটা দেখতে চাই। মনেপ্রাণেই চাই। কিন্তু নিজের ব্রাজিলিয়ান সত্তা আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাইছে না।'
আর্জেন্টিনার খেলা পছন্দ না হলেও দলটির আত্মবিশ্বাস, জেতার তাড়না মনে ধরেছে ২০০২ বিশ্বকাপজয়ী দলের এই তারকার, 'আর্জেন্টিনা দারুণ কোনো দল নয়। মেসি ছাড়া ঈশ্বরপ্রদত্ত প্রতিভা খুব বেশি নেই এই দলে। কিন্তু দলটার আত্মবিশ্বাস আছে, তারা জিততে চায়। এই দলের খেলোয়াড়েরা মাঠে অনেক দৌড়ায়। মানসিকভাবে তারা খুবই আক্রমণাত্মক। তাদের মেসির মতো একজন তারকা আছে। সে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি খুশি হব, যদি মেসি এবারের বিশ্বকাপ জেতে।'