আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল: হেড টু হেড, পরিসংখ্যান ও অন্যান্য
স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। শিরোপার লড়াইয়ে ১৮ ডিসেম্বর কাতারের লসুাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। যারাই জিতুক, তৃতীয় শিরোপা হবে তাদের। দুই দলই দুবার করে শিরোপার স্বাদ নিয়েছে। কিলিয়ান এমবাপ্পের সামনে টানা দুবার শেষ্ঠত্বের মুকুট জেতার হাতছানি, লিওনেল মেসির মিশন অপেক্ষা ফুরানোর। ফাইনালের আগে দুই দলের মুখোমুখি লড়াইসহ অন্যান্য পরিসংখ্যান জেনে নেওয়া যাক।
আর্জেন্টিনা-ফ্রান্স হেড টু হেড
১৩তম বারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এর আগে ১২ বারের সাক্ষাতে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা, ৬টি ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। ফ্রান্স জিতেছে তিনটি ম্যাচে, বাকি তিন ম্যাচ ড্র হয়।
ম্যাচ আর্জেন্টিনা ফ্রান্স ড্র
১২ ৬ ৩ ৩
বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স
এখানেও আর্জেন্টিনা এগিয়ে। বিশ্বকাপের মঞ্চে তিনবারের সাক্ষাতে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি জিতেছে দুটি ম্যাচে, ফ্রান্স জিতেছে একটি ম্যাচে। ইতিহাসের প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হয় দল দুটির, আর্জেন্টিনা জয় পায় ১-০ গোলে। ৪৮ বছর পর ১৯৭৮ বিশ্বকাপে দ্বিতীয় সাক্ষাত হয় আর্জেন্টিনা-ফ্রান্সের। এখানেও জয় আর্জেন্টিনার। গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে জিতে ফ্রান্সকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় আলবিসেলেস্তেরা। সর্বশেষ সাক্ষাতে ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ম্যারাডোনা-মেসিদের দেশকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স।
ম্যাচ আর্জেন্টিনা ফ্রান্স
৩ ২ ১
দুই দলের পরিচিতি
আর্জেন্টিনা
কোচ: লিওনেল স্কালোনি
অধিনায়ক: লিওনেল মেসি,
বিশ্বকাপে পারফরম্যান্স: ৪৭ জয়, ১৬ ড্র ও ২৪ হার
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৮ বার
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬)
২০১৮ সালের পারফরম্যান্স: শেষ ষোলো
২০২২ বিশ্বকাপ: 'সি' গ্রুপের সেরা আর্জেন্টিনা শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারায়। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানো দলটি সেমিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে।
সেরা খেলোয়াড়: লিওনেল মেসি, এবারের বিশ্বকাপে গোল- ৫টি
ফ্রান্স
কোচ: দিদিয়ের দেশম
অধিনায়ক: হুগো লরিস
বিশ্বকাপে পারফরম্যান্স: ৩৯ জয়, ১৩ ড্র ও ২০ হার
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৬ বার
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯৮ ও ২০১৮)
২০১৮ সালের পারফরম্যান্স: চ্যাম্পিয়ন
২০২২ বিশ্বকাপ: 'ডি' গ্রুপের সেরা ফ্রান্স শেষ ষোলোতে পোল্যান্ডকে হারায়। কোয়ার্টার ফাইনালে ইংলান্ডকে হারিয়ে ওঠে সেমি-ফাইনালে। এরপর মরক্কোর স্বপ্ন গুঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করে ফরাসীরা।
সেরা খেলোয়াড়: কিলিয়ান এমবাপ্পে, এবারের বিশ্বকাপে গোল- ৫টি
রোড টু ফাইনাল
আর্জেন্টিনা
হার, ১-২ সৌদি আরব, গ্রুপ ম্যাচ
জয়, ২-০ মেক্সিকো, গ্রুপ ম্যাচ
জয়, ২-০ পোল্যান্ড, গ্রুপ ম্যাচ
জয়, ২-১ অস্ট্রেলিয়া, শেষ ষোলো
জয়, ২-২ (৪-৩ পেনাল্টি) নেদারল্যান্ডস, শেষ আট
জয়: ৩-০ ক্রোয়েশিয়া, সেমি-ফাইনাল
ফ্রান্স
জয়, ৪-১ অস্ট্রেলিয়া, গ্রুপ ম্যাচ
জয়, ২-১ ডেনমার্ক, গ্রুপ ম্যাচ
হার, ০-১ তিউনিশিয়া, গ্রুপ ম্যাচ
জয়, ৩-১ পোল্যান্ড, শেষ ষোলো
জয়, ২-১ ইংল্যান্ড, শেষ আট
জয়, ২-০ মরক্কো, সেমি-ফাইনাল