বাংলাদেশকে আর্জেন্টিনা ফুটবল দলের ধন্যবাদ
আর সব দেশের মতো ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে ছিল বাংলাদেশও। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষদের সমর্থন ও ভালোবাসা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখছেন সমর্থকরা। শত শত মানুষ এক সাথে খেলা দেখছেন। এসব ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এর আগেই বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তখনই তারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেয়। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নিয়ে হাজির হন আর্জেন্টাইন সমর্থকরা, বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করা শুরু করেন তারা। বাংলাদেশ দলের সমর্থনে খোলা হয় ফেসবুক পেজ, বুয়েন্স এইরেসে ওড়ে বাংলাদেশের পতাকা। আর্জেন্টিনার কোচও কথা বলেন বাংলাদেশ নিয়ে, জানান ধন্যবাদ।
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়েছে তাদের বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিছিল হয়েছে, ফুটেছে পটকা। এমন অকৃত্তিম ভালোবাসা ও সমর্থন দেখে বরাবরের মতোই আপ্লুত আর্জেন্টাইনরা। বিশ্বকাপ শেষে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল সিলেকশন আর্জেন্টিনা।
আর্জেন্টিনার জয়ে উল্লাস হচ্ছে, বাংলাদেশি এক ভক্তের পোস্ট করা ভিডিও টুইট করে বাংলাদেশসহ উপমহাদেশের কয়েকটি দেমকে ধন্যবাদ জানিয়েছে তারা। বাংলাদেশকে আলাদা করে ধন্যবাদ দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। পোস্টের শুরুতেই লেখা হয়েছে, 'ধন্যবাদ বাংলাদেশ।' এরপর একটি খুশির ইমোজি দেওয়া। একই পোস্টের নিচের অংশে তারা লিখেছে, 'ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের সমর্থন অসাধারণ ছিলো।'
বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা দেখেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে লিওনেল মেসির গোলের পর করা বাংলাদেশের সমর্থকদের উদযাপনের ভিডিওটি টুইট করেছিল ফিফা। ক্যাপশনে লেখা হয়, 'এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।' পরে ব্রাজিল সমর্থকদের উল্লাসের ছবিও প্রকাশ করে ফিফা।