বুয়েনস এইরেসে আর্জেন্টিনার জয় উৎসবে উড়ে চলেছে বাংলাদেশের পতাকা
সেই কবে দিয়েগো ম্যারাডোনা উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছিলেন। এরপর অপেক্ষা আর অপেক্ষা, আর্জেন্টিনার শিরোপা হয়নি। প্রিয় দলের বিশ্বজয় দেখা হয়নি, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর পাড়ি জমিয়েছেন অজানা গন্তব্যে। ম্যারাডোনার প্রয়াণের দুই বছর পর এসেছে কাঙ্খিত সেই ক্ষণ, ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনার।
এক কিংবদন্তির পর আরেক কিংবদন্তি উঁচিয়ে ধরেছেন বিশ্ব শিরোপা, একই বিন্দুতে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। দেশের অপেক্ষা ঘোচানোর পাশাপাশি প্রতিটা আর্জেন্টাইন তো মেসির হাতেও একটি শিরোপা দেখতে চেয়েছেন! সবই হয়েছে, আনন্দের তাই সীমা নেই আর্জেন্টাইনদের।
আর্জেন্টিনার সবখানে এখন উৎসব, রাজধানী বুয়েনস এইরেস পরিণত হয়েছে আনন্দপূরীতে। ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে উদযাপন করছেন আর্জেন্টাইনরা। বীরের বেশে দেশে ফিরে উৎসবে সামিল হয়ে হোটেলে উঠেছেন মেসি-দি মারিয়ারা। কিন্তু ঘরে ফেরেননি তাদের ভক্ত-সমর্থকরা। চলছে জয়োল্লাস, উন্মাদনা। আর্জেন্টিনার এই জয় উৎসবের অংশ হয়ে আছে বাংলাদেশও।
দেশের জার্সি পরে বুয়েনস এইরেসের রাস্তায় নেচে-গেয়ে উদযাপন করে যাচ্ছেন আর্জেন্টাইনরা। আনন্দের এই ক্ষণে তারা ভুলে যায়নি পুরো বিশ্বকাপে তাদের ফুটবল দলকে অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা দিয়ে যাওয়া বাংলাদেশকে। তাই দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও ওড়াচ্ছেন তারা। উৎসবের অনেক ছবিতেই কিছুক্ষণ পর পর বাংলাদেশের পতাকা দেখা গেছে।
আর সব দেশের মতো ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে ছিল বাংলাদেশও। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষদের সমর্থন ও ভালোবাসা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখছেন সমর্থকরা। শত শত মানুষ এক সাথে খেলা দেখছেন। এসব ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এর আগেই বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তখনই তারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেয়। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নিয়ে হাজির হন আর্জেন্টাইন সমর্থকরা, বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করা শুরু করেন তারা। বাংলাদেশ দলের সমর্থনে খোলা হয় ফেসবুক পেজ, বুয়েন্স এইরেসে ওড়ে বাংলাদেশের পতাকা। আর্জেন্টিনার কোচও কথা বলেন বাংলাদেশ নিয়ে, জানান ধন্যবাদ।
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়েছে তাদের বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিছিল হয়েছে, ফুটেছে পটকা। এমন অকৃত্তিম ভালোবাসা ও সমর্থন দেখে বরাবরের মতোই আপ্লুত আর্জেন্টাইনরা। বিশ্বকাপ শেষে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল সিলেকশন আর্জেন্টিনা। এবার নিজেদের উদযাপনেও বাংলাদেশকে সঙ্গে রেখেছে তারা।