পিএসজির সমর্থকদের সামনে বিশ্বকাপ শিরোপা প্রদর্শন করতে চান মেসি
সাধারণত ব্যক্তিগত কোনো পুরস্কার জেতার পর নিজের ক্লাবের সমর্থকদের সামনে সেটি প্রদর্শন করে থাকেন খেলোয়াড়রা। দলীয় কোনো শিরোপা এভাবে প্রদর্শন করার খুব একটা নজির নেই। খবর শোনা যাচ্ছে, বিশ্বকাপের ট্রফি নিজের ক্লাব পিএসজির সমর্থকদের সামনে দেখাতে চান লিওনেল মেসি।
তবে মেসি চাইলেও এটি করতে পারবেন কিনা, সেটি নিশ্চিত নয়। পিএসজি মেসিকে তার বিশ্বকাপ ট্রফি সমর্থকদের সামনে দেখানোর অনুমতি দিবে কিনা, সেটি নিয়ে তারা নিজেরাই সন্দিহান।
মেসির এই ইচ্ছা পূরণ না হওয়ার পেছনে কাজ করতে পারে দুইটি বিষয়। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, পিএসজি সেই ফ্রান্সেরই ক্লাব।
আর পিএসজি সমর্থকেরাও আগে নিশ্চয়ই জাতীয় দলের সমর্থক। তাই তাদের সামনে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করাটা কতোটা যুক্তিযুক্ত সেটি ভাবনার বিষয়।
এছাড়াও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও খেলেন পিএসজিতেই। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি তিনি। তাই তার উপস্থিতিতে মেসি বিশ্বকাপের ট্রফি দেখাবেন, এটি হয়তো এমবাপ্পেও চাইবেন না।
তাই সত্যিই যদি মেসি এমন ইচ্ছা পোষণ করে থাকেন, সেটি পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি।