মেসির গোল বাতিলের দাবিকে অযৌক্তিক বললেন রেফারি মার্চিনিয়াক
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার তৃতীয় গোলটি বাতিল হওয়া উচিত ছিল বলে দাবি করেছে ফরসি গণমাধ্যম। কারণ হিসেবে তারা দেখিয়েছে, মেসির শট গোলপোস্টে ঢুকার আগেই আর্জেন্টিনার বদলি খেলোয়াড়েরা মাঠের ভেতর ঢুকে গিয়েছিলেন।
ফাইনালের পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াককে মেসির তৃতীয় গোলের সময়ের ছবি দেখানো হয়, এবং এটি বাতিল হওয়া উচিত ছিলো কিনা এ নিয়ে প্রশ করেন ফরাসি সাংবাদিকরা। মার্চিনিয়াকের পালটা আরেকটি ছবি দেখিয়ে সেই প্রশ্নের উত্তর দেন।
ফিফার নিয়মানুযায়ী, বল খেলার মধ্যে থাকা অবস্থায় বেঞ্চের কোনো খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন না। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার তৃতীয় গোল নিশ্চিত হওয়ার আগেই বদলি খেলোয়াড়দের মাঠে ঢুকে পড়তে দেখা যায়।
ফরাসিদের এই গোল নিয়েই যতো সমস্যা। ফাইনালের রেফারি সিমন মার্চিনিয়াককে সেই গোলের সময়ের ছবি দেখিয়ে প্রশ্ন করা হলে মার্চিয়াক নিজের ফোন বের করেন। সেখানে তিনি ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পের করা তৃতীয় গোলের সময়ের একটি ছবি দেখান। যেখানে দেখা যাচ্ছে, এমবাপ্পের শট জালে ঢুকার আগেই ফ্রান্সের বেঞ্চের খেলোয়াড়েরা মাঠের ভেতর ঢুকে গেছেন।
ফরাসি সাংবাদিকদের কিছুটা বিদ্রূপের সুরেই মার্চিনিয়াক বলেন, 'ফরাসিরা এই ছবিটি নিয়ে কথা বলছে না যেখানে দেখা যাচ্ছে তাদের ৭ জন খেলোয়াড় গোল হওয়ার আগেই মাঠে ঢুকে গেছে।'
মেসির গোল বাতিল হওয়া নিয়ে মার্চিনিয়াকের উত্তরে গোলটি নিয়ে কোনো বিতর্ক উঠে থাকলেও সেটি উবে যাওয়ারই কথা।