জয়ের প্রশ্নে আত্মবিশ্বাসী লিটন বললেন, ‘অবশ্যই সম্ভব’
মিরপুর টেস্ট জিততে ভারতের দরকার আর ১০০ রান, হাতে ৬ উইকেট। হঠাৎ করেই আশার ঝিলিক দেখা বাংলাদেশের দরকার ৬ উইকেট। নিশ্চিতভাবেই চতুর্থ দিনে রোমাঞ্চ অপেক্ষা করছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেমন রোমাঞ্চই থাকুক না কেন, এই টেস্ট জেতা যে খুব সম্ভব; তৃতীয় দিন শেষে আত্মবিশ্বাসের সঙ্গে তা জানিয়ে দিলেন লিটন কুমার দাস।
ব্যাট হাতে লিটন, সোহান, তাসকিনদের লড়াইয়ের পরও ২৩১ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৮৭ রানে পিছিয়ে থাকায় ভারতকে বড় লক্ষ্য দেওয়া হয়নি। সফরকারীদের ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যেই দিকহারা অবস্থা ভারতের। ৩৭ রানে ৪ উইকেট হারানো ভারত ৪ উইকেটে ৪৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে।
লোকেশ রাহুলকে সাকিব আল হাসান ফেরানোর পর একে একে চেতেশ্বর পূজারা, শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। অক্ষর প্যাটেলকে নিয়ে ভারতের ধরা বাজি কাজ করেছে, বাঁহাতি এই ব্যাটসম্যান ২৬ রানে অপরাজিত আছেন। এরপর তাদের ভরসা ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার। তবে লিটন মনে করেন, চতুর্থ দিন সকালে দুই-একটা উইকেট নিতে পারলে জয় পাওয়া সম্ভব।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হয়, জয় পাওয়া সম্ভব? দৃঢ়চেতা কণ্ঠে বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান বলেন, 'অবশ্যই জেতা সম্ভব। সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি দুই উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে। সেরা দলের বিপক্ষে জয়ের চেয়ে ভালো অর্জন কিছু হতে পারে না।'
মিরপুর টেস্টের তৃতীয় দিনের বিকাল পর্যন্ত ভারতই শাসন করেছে। এরপর আবার বড় লক্ষ্য দেওয়া যায়নি, সব মিলিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে পরিকল্পনা সাজানো কঠিনই ছিল বাংলাদেশের জন্য। কিন্তু হঠাৎ-ই বদলে যায় দৃশ্যপট, বাংলাদেশও এখন জয়ের আশায়। পরিকল্পনা নিয়ে লিটন বলেন, 'আমরা জানি আমাদের বোলারদের কী কোয়ালিটি আছে। মিরপুরের উইকেটে ব্যাটিং করা সব সময় কঠিন। তবে ওদের লক্ষ্যও বেশি বড় না। বেশি আক্রমণ করতে গিয়ে রান দিয়ে গেলে খেলার কিছু থাকে না। তাই আমরা রক্ষণাত্মক থেকে বল করেছি, ব্যাটাররাও আউট হচ্ছিল।'
২৩১ রানের ইনিংসে লিটনই করেছেন ৭৩ রান, জাকির, সোহান, তাসকিনদের সঙ্গে গড়েছেন কয়েকটি জুটি। তার ব্যাটেই মূলত ২০০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ব্যাটিং ভাবনা নিয়ে লিটন বলেন, 'মিরাজ যখন ব্যাটিং আসে, ওকেও একটা কথা বলেছি- এখানে বল খেয়ে বেশিক্ষণ টিকে থাকা যাবে না, ওরা খুবই ভালো বল করছে। কাউন্টার অ্যাটাক দিতে হবে। মিরাজ পারেনি, সোহান ভাইকেও বলেছি একই কথা, উনি গুরুত্বপূর্ণ রান করেছে।'
'তাসকিনকেও একই কথা বলেছি। এখানে আপনি যতো ধরে খেলবেন, তারা ততো পেয়ে বসবে। এই ম্যাচ ড্র করার মতো নয়। এখানে লাগবে রান। আমি সবাইকে এই জিনিসটাই বলেছি। রান কীভাবে আসছে, সেটা মুখ্য নয়। বোর্ডে দরকার রান। কোনো দলকে ১০০ রানে অলআউট করা আর দেড়শ রানে অলআউট করা আলাদা। বোঝাই যাচ্ছে পঞ্চম দিনে গড়াবে না, এ জন্যই বলেছি অ্যাটাক করতে। যেটুকু করেছি, সফল হয়েছি।' যোগ করেন লিটন।