পন্ত-অক্ষরকে ফেরালেন মিরাজ, বাংলাদেশের দরকার ৩ উইকেট
যেন তৃতীয় দিনের শুরুটাই করলো বাংলাদেশ। সাকিব আল হাসানে শুরু, পরে মেহেদী হাসান মিরাজের দাপট। মিরপুর টেস্টের রোমাঞ্চকর চতুর্থ দিন সকালে জয়দেব উনাদকাতকে ফিরিয়ে শুরুটা করলেন সাকিব। এরপর অধিনায়কের সুরে সুর মেলালেন মিরাজ। ভারতের ২ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা আরও বাড়ালো বাংলাদেশ।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন দুঃস্বপ্নের মতো কাটে ভারতের। ৪ উইকেটে ৪৫ রান তুলে দিনের খেলা শেষ করে সফরকারীরা। আরও ১০০ রান করার মিশন নিয়ে চতুর্থদিন সকালে মাঠে নামে লোকেশ রাহুলের দল।
এদিন শুরুতেই ছক্কা মেরে ভীতি ছড়ান উনাদকাত। কিন্তু ভারতীয় পেসারকে বেশি সময় টিকতে দেননি সাকিব। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। ১৬ বলে ১৩ রান করে ফেরেন উনাদকাত।
এরপর উইকেটে যান সবচেয়ে বড় হুমকি ঋষভ পন্ত। নেমেই রান তুলতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান, বেশ সাবলীলই মনে হচ্ছিল তাকে। কিন্তু মিরাজের স্পিন ঘূর্ণিতে বেশি সময় টিকতে পারেননি ভারতের আশা-ভরসার প্রতীক। ১৩ বলে ৯ রান করে মিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়েন পন্ত।
৪ উইকেট তুলে নেওয়া মিরাজ কিছুক্ষণ পর আবারও ঝলক দেখান। এবার তার শিকার আগেরদিন ভারতকে পথ দেখানো অক্ষর প্যাটেল। মিরাজের নিচু হয়ে যাওয়া বল ব্যাকফুটে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু বল প্যাডে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৬৯ বলে ৩৪ রান করে ফিরে যান অক্ষর। ভারতের যাওয়া ৭ উইকেটের ৫টিই নিয়েছেন মিরাজ, সাকিব নিয়েছেন ২ উইকেট।
চাপ কাটিয়ে ভারতকে জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য লড়ে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। শ্রেয়াস ৫ ও অশ্বিন ১ রানে ব্যাটিং করছেন। ৩৩ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ৭৯ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ৬৬ রান।