জাদুতে বিশ্বাস করেন মেসি
তিনি নিজেই জাদুকর, ফুটবল মাঠে প্রতিনিয়তই তার দেখানো জাদুতে বুঁদ হয়ে থাকেন ফুটবলপ্রেমিরা। সেই লিওনেল মেসি নিজেই যদি জাদুতে বিশ্বাস না করতেন, তাহলে বিষয়টা বেশ গোলমেলে হয়ে যেতো। তবে চিন্তার কিছু নেই, মেসি নিজেও জাদুতে বিশ্বাস করেন।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পেরিয়ে গিয়েছে ২১ দিন। উদযাপনও হয়েছে বেশ চুটিয়েই। কিন্তু এখনো রেশ কাটেনি সেই অবিস্মরণীয় মুহূর্তের। লিওনেল মেসি নিজেই যে এখনো লুসাইলের সেই রাতের ঘোরের ভেতরেই আছেন।
অবশ্য সেটি থাকাটিই স্বাভাবিক। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে আবারো বিশ্বজয়ের মুকুট এনে দিয়েছেন মেসিরা, সেইসাথে মেসি নিজেও তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাটি ঘুচিয়েছেন। এমন কীর্তির পর সময় নিয়ে উদযাপন করাটা তাদেরই মানায়।
সেই উদযাপনই যে এখনো মিইয়ে যায়নি তাই যেন বুঝিয়ে দিলেন মেসি। সবুজ গালিচার জাদুকর লিওনেল মেসি যে নিজেও জাদুতে বিশ্বাস করেন সেটি তিনি জানিয়ে দিলেন। বিশ্বকাপ জয়ের পর বাড়ি ফেরার বিমানে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সাথে লিখছেন, 'আমাকে কীভাবে বুঝাবে যে জাদু বলে কিছু নেই?'
বিশ্বকাপের সোনালী শিরোপাটিকেই জাদু হিসেবে আখ্যায়িত করেছেন মেসি। শত চেষ্টা এবং ব্যর্থতার পর অবশেষে যেই জাদুকে আয়ত্তে আনতে পেরেছেন মেসিরা। এই জাদুর রেশ থেকে যাবে তাদের জীবনের শেষ পর্যন্ত।