আজ মাঠে ফিরছেন মেসি
বিশ্বকাপ ফাইনালের পর আবারো মাঠে ফিরছেন লিওনেল মেসি। ২৪ দিন পর পিএসজির হয়ে অবশেষে খেলতে নামবেন আর্জেন্টাইন জাদুকর। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে অঞ্জারের বিপক্ষে খেলবেন মেসি। তবে শুরুর একাদশে থাকছেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।
নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়ে কাতার বিশ্বকাপে জয় করেছেন শেষ চূড়াটি। সেটির উদযাপনে বেশ সময় নিয়েছেন মেসি। অবশ্য নেওয়ারই কথা, ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে যে আর্জেন্টিনার! এবার মাঠে ফেরার সময় হয়েছে জাদুকরের।
তবে মেসি ফিরলেও কিলিয়ান এমবাপ্পে থাকছেন না আজকের ম্যাচে। বিশ্বকাপের ফাইনাল খেলেই পিএসজির ক্যাম্পে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। দুটি ম্যাচে খেলেছেনও। সেই ম্যাচ গুলোতে ছিলেন না মেসি। মেসি আসার ঠিক আগ মুহুর্তেই নিজের ছুটি বুঝে নিয়েছেন এমবাপ্পে।
তবে এমবাপ্পে-মেসিকে একসাথে দেখতে অপেক্ষা করতে হলেও, মেসি-নেইমার জুটিকে দেখার অপেক্ষা শেষ হচ্ছে আজই। ফেরার পর প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন নেইমার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন তিনি।
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফাইনাল জেতায় আজ মেসি পিএসজির সমর্থকদের কাছ থেকে কেমন অভ্যর্থনা পান সেটি বেশ কৌতূহলের বিষয়।