ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে, নেই রোনালদো
ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য দশজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে ফিফা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা সংক্ষিপ্ত তালিকায় থাকলেও নেই ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০১৬ তে ব্যালন ডি'অর থেকে আলাদা হয়ে বর্ষসেরা খেলোয়াড় স্বতন্ত্রভাবেই নির্বাচন করে আসছে ফিফা। একবারের বিজয়ী লিওনেল মেসি এবারও ফেভারিট পুরস্কারটি জেতার জন্য। টানা দুইবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো নেই দশজনের সংক্ষিপ্ত তালিকাতে।
কাতার বিশ্বকাপ জয়ের ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 'ফিফা দ্য বেস্ট' জয়ের দ্বারপ্রান্তে লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের পাশাপাশি তালিকায় আরেক ফেভারিট বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে।
আছেন সর্বশেষ দুইবারের বিজয়ী রবার্ট লেভানডোভস্কিও। জায়গা হয়নি সদ্যই ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পুরস্কার প্রবর্তনের প্রথম দুইবারই জিতেছিলেন পর্তুগিজ তারকা।
সংক্ষিপ্ত তালিকায় আছেন কাতার বিশ্বকাপে আলো ছড়ানো দুই তরুণ তুর্কি, আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম।
তালিকায় থাকা বাকিরা হলেন, লুকা মদ্রিচ, সাদিও মানে, মোহামেদ সালাহ, কেভিন ডি ব্রুইনে, আর্লিং হলান্ড এবং ভিনিশিয়ুস জুনিয়র।