'অনেকেই আমার হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিল'
লিওনেল মেসি অনেকবারই বলেছেন, একটি বিশ্বকাপের বিনিময়ে নিজের বাকি সব ব্যক্তিগত অর্জন দিয়ে দিতে রাজি আছেন তিনি। একটি বিশ্বকাপ জেতার এতই আকুলতা ছিলো তার। দুনিয়া জুড়ে কোটি-কোটি মেসির ভক্ত চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন সেই দিনটির, যেদিন মেসি উঁচিয়ে ধরবেন স্বপ্নের সোনালী ট্রফি।
২০১৪ বিশ্বকাপে হাত ছোঁয়া দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছে। ২০২২ বিশ্বকাপে অবশেষে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। নিজের ক্যারিয়ার সম্পূর্ণ হওয়ার পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিশ্বের তাবত মেসিভক্তরা।
মেসি নিজেও মনে করেন, অনেকেই তার হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছেন। যার প্রমাণও পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর। কী প্রমাণ? বিশ্বকাপ জয়ের পরপরই ইনস্টাগ্রামে যে পোস্টটি করেছেন মেসি, সেটি এখন পর্যন্ত 'লাইক' দিয়েছেন প্রায় ৭৫ মিলিয়ন মানুষ, অর্থাৎ ৭ কোটি ৫০ লাখ মানুষ! যা বেড়েই চলেছে প্রতিনিয়ত।
মেসির এই পোস্ট একইসাথে কোনো খেলোয়াড়ের পোস্টে পাওয়া সবচেয়ে বেশি 'লাইক', ইনস্টাগ্রামের ইতিহাসেও সর্বোচ্চ লাইকধারী পোস্ট এটি। আর তা থেকেই মেসির মনে হয়েছে, মানুষ তার পাশেই আছেন, 'আমার মনে হয় অনেকেই আমার হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চেয়েছিল। আমার পোস্ট যে পরিমাণ মানুষ পছন্দ করেছে তাতে আমার তাই মনে হয়েছে। তবে আমি এটা কখনোই ভাবিনি যে আমার পোস্ট এত মানুষ পছন্দ করবে। এটা হয়ে গিয়েছে।'
উল্লেখ্য, মেসির এই পোস্টের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন ইনস্টাগ্রামে সর্বোচ্চ 'লাইক' পাওয়া কোনো খেলোয়াড়, আর একটি ডিমের ছবি ছিলো এই ছবি শেয়ার করার প্লাটফর্মের সর্বোচ্চ 'লাইক' পাওয়া পোস্ট। দুটি রেকর্ডই এখন মেসির দখলে।