নিয়মরক্ষার ম্যাচে জয়-হাবিবুরের ব্যাটে বরিশালকে হারাল খুলনা
আবারো হাসল জয়ের ব্যাট, জয়ের দেখা পেল খুলনা টাইগার্সও। যদিও জিতে কোনো লাভ হয়নি তাদের, টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে দলটি, আর হেরেও ক্ষতি হয়নি ফরচুন বরিশালের। কারণ এই ম্যাচ জিতলেও এলিমিনেটরই খেলা লাগতো সাকিবের দলের।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। জয় দিয়ে নিজেদের হতাশার বিপিএল শেষ করল দলটি।
টসে জিতে ব্যাট করতে নামে বরিশাল, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার প্রিটোরিয়াসের ৪ ছক্কা, ২ চারে করা ২৯ বলে ৪৮ রান বরিশালের বড় সংগ্রহ করার পেছনে সবচেয়ে বড় অবদান রাখে। অধিনায়ক সাকিব ১৪ বলে করেন ২২ রান। ২৮ রান করলেও এনামুল হক বিজয় খেলেছেন ২৯ বল।
খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাইফুদ্দিন, ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ২ উইকেট নিয়ে তাকে সঙ্গ দিয়েছেন হাসান মুরাদ এবং নাসুম।
শেষ পর্যন্ত খুলনার সামনে ১৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সাকিব বাহিনী। যা ৩ বল হাতে রেখে টপকে যায় খুলনা। অ্যান্ড্রু বালবার্নি ৩৩ বলে ৩৭ রান করে মজবুত শুরু এনে দেন, অধিনায়ক শাই হোপ মাত্র ১৫ রান করেই সাজঘরে ফেরেন।
এরপর মাহমুদুল হাসান জয়ের ব্যাট ঝলসে ওঠে, ৪৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে খুলনার জয়ের পেছনে জয়ের অবদানের সাথে সাথে হাবিবুর রহমানের কৃর্তিত্ব ছিল।
মাত্র ৯ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে খুলনার রান তাড়াকে সফল করেন ৩৫ বছর বয়সী হাবিবুর, ২ টি চার এবং ৩ টি ছয় মারেন তিনি।
এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। খুলনার বিপিএল যাত্রা শেষ এখানেই।