‘শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ’- সিরিজ জয়ের পর মাশরাফি
শাসন করে জেতা ম্যাচে ঐতিহাসিক সিরিজ জয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয়ের ম্যাচে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান, পরে ব্যাট হাতেও দেখান ঝলক।
দুর্বার ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত আবারও হয়েছেন ত্রাতা। বল হাতে সবাই ছিলেন দারুণ ছন্দে। দলগত পারফরম্যান্সে মিরপুরে বিজয় নিশান উড়িয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শান্ত ও মিরাজকে ভাসিয়েছেন প্রশংসায়।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে হেসেখেলেই জেতে বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে রোববার মাঠে নামে সাকিববাহিনী। টস জিতে ইংলিশদের আগে ব্যাটিং পাঠানো বাংলাদেশ বল হাতে করে শাসন, পরে ব্যাট হাতে শাসন না করতে পারলেও ৭ বল হাতে রেখে পৌঁছায় লক্ষ্যে। ৪ উইকেটের জয়ে লেখা হয় ইংলিশ বধের কাব্য।
তারুণ্য নির্ভর দলের এমন সাফল্যে সবার মতো মাশরাফিও উচ্ছ্বসিত। যা তিনি প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে। গত বছর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর এবার ইংল্যান্ড বধ, সে কথাই মনে করিয়ে মাশরাফি তার পোস্টে লিখেছেন, 'অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ।'
'তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিলো, হাতুরেসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।' লিখেছেন মাশরাফি।
শান্ত, মিরাজসহ বোলিং বিভাগের প্রশংসা করে মাশরাফি আরও লিখেছেন, 'তরুণদের এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্যে দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাআল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।'