'মেসি বার্সায় ফিরলে আমাদের জন্য দারুণ হবে'
লিওনেল মেসি এই মৌসুম শেষে কোথায় যাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। পিএসজির সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন কিনা সেটি নিয়েও আলোচনা আছে ফুটবল মহলে। যদি চুক্তি নবায়ন না করেন তাহলে কোথায় যাবেন এটিই যেন সবার মনের প্রশ্ন।
বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের সতীর্থ জেরার্ড পিকে অবশ্য মনে করেন, আর্জেন্টাইন জাদুকর কাতালান ক্লাবটিতে ফিরলে সবার জন্য সেটি দারুণ একটি ব্যাপার হবে।
২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ২০২১ পর্যন্ত মেসির সঙ্গে ১৪ বছর খেলেছেন পিকে। জিতেছেন সব শিরোপা। যদিও মেসি বার্সা ছাড়ার পর যারা খুশি ছিলেন তাদের মধ্যে থাকার অভিযোগ তোলা হয় পিকের দিকে।
পিকে নিজেও এখন আর বার্সেলোনায় খেলেন না। অবসর নিয়েছেন সব ধরণের ফুটবল থেকেই। এক সময়ের সতীর্থ এবং কাছে বন্ধু মেসির ভবিষ্যত নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই মেসির বার্সায় ফেরার ব্যাপারে মন্তব্য করেন পিকে।
আরএসি ১ কে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, 'মেসি বার্সায় ফিরলে তা সবার জন্যই দারুণ ব্যাপার হবে। আমাদের সবার মাঝেই অসাধারণ একটা অনুভূতি কাজ করবে।'
তবে মেসির ভবিষ্যতের সিদ্ধান্ত যে তিনিই নেবেন সেটিও জানিয়ে দিলেন পিকে, 'মেসি কী করবে এটা কেবলই ওর সিদ্ধান্ত। ও বার্সায় না ফিরলে এমএলএসেও যেতে পারে। সে যেখানে যেয়ে সুখী হবে সেখানেই যাবে।'