যে কারণে এল ক্লাসিকোতে বিশেষ জার্সি পরবে বার্সেলোনা
লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। শিরোপার লড়াইয়ে থাকা এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে ১৯ মার্চ। এই ম্যাচ বার্সা জিতলে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ১২। অপরদিকে রিয়াল জিতলে ব্যবধান কমে আসবে ৬ এ।
লা লিগার এই মৌসুমের শিরোপা ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। ঘরের মাঠের এই মহা গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো বার্সেলোনা খেলবে বিশেষ এক জার্সি পরে।
বার্সেলোনার জার্সি এবং স্টেডিয়াম স্পন্সর হিসেবে আছে স্পটিফাই। বিশ্বজুড়েই এই অনলাইন প্লাটফর্মে গান শুনে থাকেন শ্রোতারা। সেখানেই ২০২২ সালে স্প্যানিশ শিল্পী রোজালিয়ার গান সবচেয়ে বেশিবার শোনা হয়েছে। বার্সেলোনা শহরেও রোজালিয়া আছেন শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে।
আর সেজন্যই এই শিল্পীকে সম্মান জানাতে তার নাম লেখা জার্সি পরবেন বার্সেলোনা খেলোয়াড়রা। এল ক্লাসিকোর জন্যই এই বিশেষ জার্সিটি তৈরি করা হয়েছে। ২০২২ সালে রোজালিয়ার গানের শ্রোতা বেড়েছে ১১০%।
শুধুমাত্র যে পুরুষদের এল ক্লাসিকোতেই বার্সা এই জার্সি পরবে তা নয়। ২৫ মার্চ মেয়েদের এল ক্লাসিকোতেও একই জার্সি পরিধান করবে কাতালান ক্লাবটির খেলোয়াড়রা।