'মেসি বার্সায় ফিরলে সবচেয়ে বেশি খুশি হবো আমি'
মেসি বার্সায় ফিরতে পারেন এমন একটি গুঞ্জন উঠেছে। যার কারণ, বার্সার সহ-সভাপতি রাফা ইয়াসতে জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বার্সার পক্ষ থেকে।
ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে ফিরে পেতে কে না চাইবে! বার্সার বর্তমান কোচ ও মেসির দীর্ঘদিনের খেলার সঙ্গী জাভিও তার ব্যতিক্রম নন।
বার্সেলোনার ঘরের ছেলে কি তাহলে ঘরে ফিরছেন? সেটি হলে মহা খুশি হবেন জাভি হার্নান্দেজ। একে তো সাবেক সতীর্থ, তার ওপর দুজনে কাছের বন্ধু। তাই জাভি বলেছেন, 'ফিরে আসার জন্য মেসিকে সবার আগে আমিই উৎসাহিত করব।'
মাঝমাঠে জাভি আর আক্রমণভাগে মেসি, পেপ গার্দিওলার অধীনে বার্সার সেরা সময়ে মাঠ কাপিয়েছেন এই দুজন। সেই জাভির বয়স এখন ৪৩ বছর, ২০২১ সালের নভেম্বর থেকে দায়িত্ব নিয়েছেন বার্সা কোচের। আর ৩৫ বছর বয়সেও চুটিয়ে খেলে যাচ্ছেন মেসি।
অন্য কিছু ক্লাব আগ্রহ দেখালেও মেসি যদি বার্সায় ফিরে আসেন, তখন তাকে জাভির অধীনে খেলতে হবে! বিষয়টি দেখতে কেমন লাগবে, তা ভেবেই বার্সা সমর্থকেরা নিশ্চয়ই রোমাঞ্চিত।
বার্সায় মেসির ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় এখন নয়, সেটাও সংবাদ সম্মেলনে বলেছেন জাভি। তাই বলে মেসিকে যে তিনি বার্সায় দেখতে চান, তা জানাতে ভুলেননি, 'আমি মেসিকে বার্সায় দেখতে চাই। সে ফিরলে সবার আগে খুশি হবো আমি। বার্সেলোনা তার জীবনের ক্লাব, আর সে ইতিহাসের সেরা খেলোয়াড়।'