শীর্ষে মাতেও লাহোজ: ইউরোপের লিগে রেফারিরা কত বেতন পান
তারকা ফুটবলারদের আয় আকাশছোঁয়া, এমনকি ইউরোপের শীর্ষ সারির লিগের খেলা যে কোনো ফুটবলারই বেশ ভালো অংকের আয় করে থাকেন। কিন্তু তাদেরকে মাঠে যারা শাসন করেন, অর্থাৎ রেফারিরা, তাদের আয় কত?
ফুটবলাররা যেমন সাপ্তাহিক বেতন পান ক্লাব থেকে, রেফারিদের জন্য বিষয়টি তেমন নয়। রেফারিরা বেতন পান মাসিক। সেইসাথে আছে প্রতি ম্যাচ পরিচালনা করার ফি।
আর্থিক সামর্থ্যের দিক থেকে লা লিগার চেয়ে বেশ এগিয়ে প্রিমিয়ার লিগ। ক্লাবের বাজারমূল্য বা খেলোয়াড়দের বেতন দেওয়ার বিষয়েও এগিয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি।
কিন্তু রেফারিদের পেছনে খরচের বেলায় লা লিগার চেয়ে পিছিয়েই আছে প্রিমিয়ার লিগ!
প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করা রেফারিদের তুলনায় লা লিগার রেফারিদের সম্মানী প্রায় দ্বিগুণ বেশি! শুধু প্রিমিয়ার লিগই নয়, লা লিগার তুলনায় কম টাকা পান ইউরোপের অন্য লিগের রেফারিরাও।
মার্কার এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ইউরোপে সবচেয়ে বেশি বেতন পান স্পেনের রেফারিরা। প্রতি মাসে ১২ হাজার ৫০০ ইউরো বেতন (প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয় তাদের। অর্থাৎ, একজন রেফারির বার্ষিক বেতন ১ লাখ ৩৭ হাজার ইউরো বা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
নির্ধারিত বেতনের সঙ্গে আছে ম্যাচপ্রতি ফি। লা লিগায় একটি ম্যাচ পরিচালনা করলে দেওয়া হয় ৪ হাজার ২০০ ইউরো করে। আর ভিএআরের দায়িত্বে থাকলে দেওয়া ২ হাজার ১০০ ইউরো।
একজন রেফারি প্রতি মৌসুমে গড়ে ২০টি ম্যাচ পরিচালনার সুযোগ পান, ভিএআরের দায়িত্বে থাকতে পারেন ১০ ম্যাচ। স্প্যানিশ লিগের পাশাপাশি রেফারিরা আয় করে থাকেন উয়েফা আয়োজিত চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, নেশনস লিগ থেকেও।
এ ছাড়া ফিফা আয়োজিত টুর্নামেন্ট তো আছেই। সব মিলিয়ে স্পেনের ফুটবলে রেফারিদের আয়ের অংকটা বেশ বড়ই। আন্তোনিও মাতেও লাহোজ পান সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ইউরো।
প্রিমিয়ার লিগ রেফারিদের মাসিক বেতন ৩ হাজার ৭০০ ইউরো। ম্যাচপ্রতি দেওয়া হয় ২ হাজার ২০০ ইউরো। এই হিসাবে যারা বেশি ম্যাচ পান, উয়েফার ম্যাচসহ তাদের প্রতি মৌসুমে আয় ২ লাখ ইউরোর মতো।
ইতালির সেরি 'আ'তে ম্যাচপ্রতি বেতন ৩ হাজার ৪০০ ইউরো। একজন রেফারি প্রতি মৌসুমে ১৫–১৬টি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে থাকেন। এখানে মাসিক বেতন নির্ধারণ করা হয় রেফারির অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভিত্তি করে। এ ক্ষেত্রে বেতনের অঙ্কটা ৩ হাজার ৯০০ থেকে ৬ হাজার ৪০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। ইতালিতে সহকারী রেফারিদের জন্য বরাদ্দ ম্যাচপ্রতি ১ হাজার ইউরো, চতুর্থ রেফারির পান ১৫৫ ইউরো।
জার্মানির রেফারিরা বছরে ৮০ হাজার ইউরো পেয়ে থাকেন। ম্যাচপ্রতি ফি দেওয়া হয় ৩ হাজার ৬০০ ইউরো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে লা লিগার পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক বেতন দেয় ফ্রেঞ্চ লিগ ওয়ান।
মেসি–নেইমার-এমবাপ্পেদের লিগে একজন রেফারি মাসে ছয় হাজার ইউরো করে পেয়ে থাকেন। ম্যাচপ্রতি ফি এখানে তুলনামূলক কম, ২ হাজার ৯০০ ইউরো করে।