৯৩ বছর পর প্রথম ফুটবলার হিসেবে হলান্ডের 'হাফ সেঞ্চুরি'
প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড আগের ম্যাচেই ভেঙেছেন। এবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ইংলিশ ফুটবলে ৯৩ বছর পর কেউ এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল করলেন। সবমিলিয়ে তিনি মাত্র চতুর্থ ফুটবলার যিনি এই মাইলফলক গড়েছেন।
আর্লিং হলান্ডের হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনে ম্যানচেস্টার সিটি জিতেছে ফুলহামের বিপক্ষে। প্রিমিয়ার লিগের শীর্ষে এখন গার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটি।
এদিন ফুলহামের মাঠে মাত্র ৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ৩৪ তম ও সব মিলিয়ে ৫০ তম গোল।
মাত্র ২২ বছর বয়সেই এই কীর্তি গড়লেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরও নেই এই অর্জন। হলান্ডের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছেন অ্যাস্টন ভিলার টম ওয়ারিং, ১৯৩০-৩১ মৌসুমে।
প্রিমিয়ার লিগে ৩৪টি, চ্যাম্পিয়ন্স লিগে ১২টি, লিগ কাপে ৩টি এবং এফএ কাপে ১টি গোল করেছেন হলান্ড। তার সামনে ম্যাচ বাকি কমপক্ষে আরো ৯টি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলে যা দাঁড়াবে ১২টিতে। গোলের সংখ্যা হলান্ড কোথায় নিয়ে যান, সেটিই দেখার বিষয়।
এরপর ফুলহাম ম্যাচে সমতা ফেরালেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজের গোলে আবারো এগিয়ে যায় গার্দিওলার দল। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানেই ফুলহামের মাঠ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে আনে সিটি।