রুনির কথাই সত্যি প্রমাণ করল সিটি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/05/18/steptodown.com524931.jpg)
ওয়েইন রুনি যখন বলেছিলেন 'রিয়ালকে বিধ্বস্ত করে জিতবে সিটি', অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। রিয়ালকে রুনির এমন হালকাভাবে নেওয়ার বিষয়টা মেনে নিতে পারেন নি অনেকেই। গার্দিওলার দলের ওপর রুনির কথাকে সত্যি প্রমাণ করার চাপটা পরোক্ষভাবে হলেও ছিলো।
সেই চাপকে যেভাবে জয় করলেন সিটির খেলোয়াড়েরা, তাতে রুনির কথাই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হলো।
দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে সিটি। প্রথম লেগে বার্নাব্যুতে তাও রিয়াল লড়াই করতে পেরেছে। সিটির মাঠে দ্বিতীয় লেগ হয়েছে এক তরফা। রিয়ালকে এতোটাই চেপে ধরেছে সিটি যে ক্রুস-মদ্রিচরা রীতিমতো হাঁসফাঁস করেছেন বল নিজেদের খেলোয়াড়দের কাছে পৌঁছাতে।
গার্দিওলার দল দেখিয়ে দিয়েছে, প্রেসিং ফুটবল কাকে বলে, কত প্রকার ও কী কী! রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষকে এভাবে দর্শক বানিয়ে খেলা চাট্টিখানি কথা নয়। ম্যাচের প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আনচেলত্তির দলকে শ্বাস ফেলার সুযোগ দেয় নি সিটি।
এই ভবিষ্যতবাণী প্রথম লেগের আগেই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। তখন রুনিকে কেউ কেউ পাগল ভাবলেও ভাবতে পারেন।
কারণ পাশাপাশি জায়গায় অবস্থান হলেও দুই ক্লাবের মধ্যে বৈরিতা কম নয়। একটা সময় তো ম্যানচেস্টার সিটিকে 'বেশি শব্দ করা প্রতিবেশী' বলে আখ্যায়িত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সেই ইউনাইটেডেরই কোনো কিংবদন্তি খেলোয়াড় যখন ম্যানচেস্টার সিটির প্রশংসা করেন তখন নড়েচড়ে বসতেই হয়।
তাও যেমন তেমন প্রশংসা নয়। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে সিটির কাছে পাত্তাই পাবে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এমনটাই বলেছেন রুনি। তিনি নিজেও সিটির বিপক্ষে খেলার সময় বাড়তি উদ্দীপনা পেতেন। প্রিমিয়ার লিগের শতাব্দী সেরা গোলটিও তারই, সিটির বিপক্ষেই!
বর্তমানে কোচিংয়ের সাথে জড়িত রুনি এক কলামে লিখেছেন, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেবে গার্দিওলার দল, 'এবার রিয়াল আর পারবে না। সিটি তো জিতবেই, রিয়ালকে বিধ্বস্ত করেই জিতবে। তবে আমি ভুলও হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটিই।'
শুধু এখানেই থামেননি রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের ১৯৯৯ সালের ট্রেবল জেতা দল কিংবা ২০০৮ এর চ্যাম্পিয়ন্স লিগ-প্রিমিয়ার লিগ ডাবল জেতা দলের সঙ্গে সিটির এই দলের তুলনা করেছেন ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, 'সিটি যদি এবার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতে তাহলে ইউনাইটেডের ১৯৯৯ এর দলের মতোই অর্জন হবে তা। ২০০৮ এ আমাদের দলটাও বেশ ভালো ছিলো, কিন্তু সিটি যা করে দেখাচ্ছে তা কল্পনাতীত।'
উল্লেখ্য, রুনির এই কথার প্রেক্ষিতে অনেকের দ্বিমত করার কারণ হলো রিয়াল মাদ্রিদকে গোনায় না ধরা। যে দল চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন, আর সিটি সেখানে নিজেদের ক্লাবের ইতিহাসে সেমি-ফাইনালই খেলেছে তৃতীয়বারের মতো।
গত মৌসুমেও এই একই পর্যায়ে প্রথম লেগে ৪-৩ গোলে জেতে সিটি। রিয়ালের মাঠেও ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিলো তারা। এরপর দুই মিনিটে দুই গোল করে দুই লেগ মিলিয়ে সমতা ফেরায় আনচেলত্তির দল। অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে ফাইনালে ওঠে লস ব্লানকোসরা।
তাই সবকিছুর পর রুনির এমন মন্তব্য মেনে নিতে কষ্টই হওয়ার কথা। কিন্তু এখন আর সেটি হবে না, গার্দিওলার দল রিয়ালের বিপক্ষে তো জিতেছেই, রুনির কথা অনুযায়ী বিধ্বস্ত করেই জিতেছে।