প্রিমিয়ার লিগ: আর্সেনালের হারে টানা তৃতীয় শিরোপা ম্যানচেস্টার সিটির
মাঠে না নেমেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। সমীকরণ অনুযায়ী সম্ভাবনা জেগেছিল আগেই। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল আজ নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো গার্দিওলার দল।
এবার নিয়ে টানা তৃতীয় লিগ জয়ের কীর্তি গড়ল সিটি। সর্বশেষ টানা তিন প্রিমিয়ার লিগ জেতার নজির ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের। নগর প্রতিদ্বন্দ্বীদের ছোঁয়া সিটির এটি গত ছয় বছরে পঞ্চম লিগ শিরোপা।
দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে সিটি। ৩৫ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৮৫, অপরদিকে ৩৭ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৮১। আর্সেনাল নিজেদের শেষ ম্যাচ জিতলে তারা সর্বোচ্চ ৮৪ পয়েন্ট পেতে পারে। যার অর্থ নিজেদের বাকি তিন ম্যাচে হারলেও সিটিই চ্যাম্পিয়ন।
চলতি মৌসুমে দীর্ঘ সময় টেবিলের শীর্ষে থেকেও ১৯ বছরের অপেক্ষা না ঘোচাতে পারার ব্যর্থতা নিশ্চিতভাবেই পোড়াবে আরতেতা ও তার দলকে।
লিগ জয়ের কাজ শেষ, এবার সামনে এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সিটির সামনে। ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ঐতিহাসিক ট্রেবল জয়ের কীর্তি গড়াকেই এখন পাখির চোখ করবেন হলান্ড-ডি ব্রুইনারা।