এআইয়ের সেরা ব্যালন ডি'অর জয়ীর তালিকায় মেসি-রোনালদো, নেই জিদান-রোনালদিনহো
রোনালদিনহো এবং জিনেদিন জিদান, নাম দুটো শুনলেই ফুটবল ভক্তদের মনে একটাই চিত্র ভেসে ওঠে। দুজনই খেলাটির অন্যতম সেরা দুই খেলোয়াড়। সর্বকালের সেরাদের তালিকায় কোনো ধরণেড় তর্ক-বিতর্ক ছাড়াই স্থান পান দুজন।
কিন্তু গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিচারে রোনালদিনহো এবং জিদান নেই সেরাদের তালিকায়। এই দুজনকে বাইরে রেখেই ব্যালন ডি'অর জেতা সেরা পাঁচ ফুটবলারের তালিকা দিয়েছে গুগলের আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্স।
ফরাসি কিংবদন্তি জিদান ব্যালন ডি'অর জিতেছেন তিনবার, ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোর ঝুলিতে এই পুরস্কার আছে দুটি। কিন্তু গুগলের এআইয়ের কাছে গ্রহণযোগ্য হয়নি সেগুলো।
যথারীতি এই তালিকায় এক নাম্বারে আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতে এআইয়ের তালিকায়ও দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঝামেলা পেকেছে পরের জায়গা গুলো নিয়েই। মেসি এবং রোনালদো ছাড়া তিনবারের বেশি ব্যালন ডি'অর কেউই জেতেননি। তিনবার করে জিতেছেন জিদান, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, মার্কো ভ্যান বাস্তেনরা। যাদের মধ্যে জিদানের ক্যারিয়ার সাফল্য বাকি সবার থেকে বেশি।
এই তালিকা তৈরিতে গুগল এআই নিজের কাছে থাকা সব তথ্য-উপাত্ত, খেলোয়াড়দের ব্যক্তিগত এবং দলগত সাফল্য, ক্যারিয়ারের দৈর্ঘ্য এবং খেলাটিতে কে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছেন এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে।
তাই গুগল এআই যে মডেল অনুসারে এই তালিকা তৈরি করেছে সে হিসেবে জিদানের থাকার কথা সেরা পাঁচে। কিন্তু সেটি করেনি এআই। এই তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন জিদান বাদে তিনবার করে ব্যালন জেতা বাকি তিনজন। রোনালদিনহোরও জায়গা হয়নি তালিকার সেরা পাঁচে।
যদিও এই তালিকা নিজের একান্ত ব্যক্তিগত মতামত বলে দাবি করেছে গুগল এআই। যে কেউ চাইলে এআইয়ের দেয়া তালিকা নিয়ে নিজের মন্তব্য জানাতে পারেন, সেই জায়গাও খোলা রেখেছে আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্সটি।