সুলেমানী জাদুতে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম স্বাক্ষী হলো ফেডারেশন কাপের ইতিহাসের অন্যতম সেরা ফাইনালের। যেন আবাহনী-মোহামেডান লড়াইয়ের সেই পুরোনো ঝাঁঝ ফিরে এলো। যেখানে নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-৩ আর অতিরিক্ত আরও ৩০ মিনিট যোগ করেও ফলাফল দাঁড়ালো ৪-৪। তাই শরণাপন্ন হতে হয় টাইব্রেকারের। এখানে বাজিমাত মোহামেডানের বদলি গোলরক্ষক আহসান হাবিবের। আবাহনীর দুই শট ঠেকিয়ে টাইব্রেকারে সাদা-কালোদের ৪-২ গোলের জয়ের নায়ক তিনিই।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এমন ম্যাচ শেষ কবে দেখা গেছে, তা নিয়ে গবেষণা হতেই পারে। বাংলাদেশের ক্লাব ফুটবলে অনেক রুদ্ধশ্বাস ফাইনালই হয়েছে। তবে এটিই সর্বকালের সেরা কি না, সেই আলোচনা সামনে চলে এসেছে।
চোখের পলক ফেলতে না দেওয়া খেলা দেখিয়েছে দুই দলই। তাতে শেষ হাসি হেসেছে মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপে শিরোপার স্বাদ পেয়েছে সাদা-কালোরা।
ফাইনালে আবাহনী হেরেছে একজনের কাছে, নামটি সুলেমান দিয়াবাতে। মোহামেডানের হয়ে চারটি গোল করেছেন তিনি একাই! ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মোহামেডান অধিনায়ক। পিছিয়ে পড়া দলকে বারবার ম্যাচে ফিরিয়ে এনেছেন তিনিই।
১৪ বছর পরফেডারেশন কাপের ফাইনালে ওঠে মোহামেডান। ফাইনালে আজ তারা সেরাটাই দিয়েছে আবাহনীর বিপক্ষে। দুই গোলে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচে ২-২ সমতা ফেরায় মোহামেডান। এরপর ৩-২ গোলে পিছিয়ে পড়ে আবারও সমতায় ফেরে তারা।
এখানেই শেষ নয়, অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দিয়াবাতে নিজেই পেনাল্টি আদায় করে তা থেকে গোলও করেছেন। ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে গিয়ে মোহামেডান তখন জয়ের স্বপ্ন বিভোর। কিন্তু নাটকীয়তার বাকি ছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে দূরপাল্লার আচমকা শটে ব্যবধান ৪-৪ করেন আবাহনী ডিফেন্ডার রহমত মিয়া।
ম্যাচ এই স্কোরলাইনেই শেষ হলে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় নামতে হয় দুই দলকে। টাইব্রেকারে প্রথম গোলটাও করেন দিয়াবাতে। কিন্তু আবাহনীর রাফায়েলের নেওয়া প্রথম শটটা আটকে দেন মোহামেডানের বদলি গোলরক্ষক আহসান হাবিব। মোহামেডানের চতুর্থ শট আটকে দেন আবাহনী গোলরক্ষক শহিদুল। আবাহনীর পঞ্চম শট নেন কলিনদ্রেস। কিন্তু কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের শটটিও আটকে দেন মোহামেডান গোলরক্ষক।
শেষ পর্যন্ত মোহামেডানের পঞ্চম শটে কামরুল গোল করতেই উল্লাসে ফেটে পড়ে সাদা-কালোরা। টাইব্রকারে ৪-২ গোলে জিতে ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তোলে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি।
ফেডারেশন কাপে এটি মোহামেডানের ১১তম শিরোপা। সর্বশেষ ২০০৯ সালে আবাহনীকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর আর ফাইনালেই উঠতে পারেনি ক্লাবটি। ১৪ বছর পর ফাইনালে উঠে সেই আবাহনীকে হারিয়েই ফেডারেশন কাপে শিরোপা খরা ঘোচালো সাদা-কালোরা।