মুজিব-রশিদ প্রসঙ্গে ওয়ার্ন-মুরালিধরনের উদাহরণ টানলেন বাংলাদেশের সহকারী কোচ
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে এবং দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে আফগানরা।
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। এরকম সময়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে এমন হারে বাংলাদেশ দলের জন্য বিপদসংকেতই বটে।
কিন্তু দলের সহকারী কোচ নিক পোথাসের কাছে ব্যাপারটি এ রকম কিছু নয়। মাত্র দুটি হার দিয়ে বাংলাদেশ দলকে মাপতে চান না এই দক্ষিণ আফ্রিকান কোচ।
আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে পোথাস বলেছেন, 'শেষ দুই ম্যাচে ওদের পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই মূল ব্যাপার। এটা ভুলে গেলে হবে না, আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের ফল দিয়ে মাপছি। আমরা ভুলে যাচ্ছি, এর আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কেমন করেছে।'
গত বেশ কিছুদিনের পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলকে মাপতে বললেন পোথাস, 'আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের ফল দেখে মাপা। এখানে সবাই দ্রুত ফলাফল চায়। কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফল দেখেই মাপা উচিত।'
দুই ওয়ানডেতেই আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির বোলিংয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছেন শান্ত-সাকিবরা। এই নিয়ে বাংলাদেশ দলের সহকারী কোচের সহজ স্বীকারোক্তি, 'আফগান স্পিন আক্রমণ পৃথিবীর সেরা। এটাই একটা ফ্যাক্ট। ওরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাদা বলের ক্রিকেট খেলে। যেকোনো অধিনায়কের জন্য এমন একটা স্পিন আক্রমণ পাওয়া স্বপ্নের মতো। সে যাকেই বল করতে দিচ্ছে, সেই বোলারই ঠিকমতো কাজ করে দিচ্ছে। এটা অসাধারণ।'
আফগান স্পিনারদের প্রশংসা করতে গিয়ে শেন ওয়ার্ন-মুরালিধরনের প্রসঙ্গ টেনে আনলেন পোথাস। উদাহরণ দিলেন সর্বকালের সেরা দুই স্পিনারকে দিয়েই, 'সবাই কি ওয়ার্নকে পড়তে পারত? সবাই কি মুরালিধরনকে পড়তে পারত? না! এ কারণেই তারা বিশ্বের সেরা। এ কারণেই বিশ্বের সব টুর্নামেন্টে রহস্য স্পিনারদের পেছনে এত বেশি টাকা খরচ করে। বিষয়টা এমন নয় যে, আমরা পারছি না। পুরো বিশ্বই পারছে না। প্রশ্নটা হলো, আমরা এর বিপক্ষে কীভাবে খেলব এবং নিজেদের আরো ভালো করে তুলব।'
এখান থেকেও অবশ্য শেখার ব্যাপার দেখছেন পোথাস, 'টেকনিকের দিক থেকে চ্যালেঞ্জটা এসেছে এই সিরিজে, এটা আমাদের জন্য খুব বড় সুবিধা হয়েছে। যখন আপনি এই মানের স্পিনের মুখোমুখি হবেন, এরপর আপনি যেকোনো স্পিন আক্রমণ খেলতে পারবেন।'