ইনজেকশন নিয়ে লন্ডনে দুই দিনের পর্যবেক্ষণে তামিম
কোমরের চোটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছেন তামিম ইকবাল। এই সমস্যা কাটিয়ে উঠতে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার, বর্তমানে সেখানেই আছেন তিনি। কোমরের সমস্যা সমাধানে বৃহস্পতিবার ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে তামিমকে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
শুক্রবার এক বিবৃতি দিয়ে তামিমের চিকিৎসার অবস্থা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের সঙ্গে লন্ডনে আছেন বিসিবির এই চিকিৎসক। তিনিই জানিয়েছেন, তামিমকে দুই দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিসিবির পাঠানো বিবৃতিতে দেবাশিষ চৌধুরী বলেছেন, 'তামিম তার কোমরের ব্যথার জন্য একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে। ব্যথা সামলানোর জন্য তাকে কাল বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসাও করা হয়। সে আগামী দুই দিন পর্যবেক্ষণে থাকবে। এরপর তামিমকে দেখে পরবর্তী সময়ে কী করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
২৫ জুলাই লন্ডনে এমআরআই করানো হয় তামিমের। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিতে বৃহস্পতিবার তার পিঠের নিচের অংশে ইনজেকশন দেন চিকিৎসকরা। এর আগেও এমন ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলেছেন তামিম। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে।
কোমরের এই ব্যথায় গত কয়েক বছর ধরে ভুগছেন তামিম। এ সময়ে ঘরের মাঠ-বিদেশ মিলিয়ে বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তার। এই চোট কাটিয়েই সর্বশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামেন তামিম। প্রথম ম্যাচের আগে তিনি জানান, শতভাগ ফিট না হলেও তিনি খেলবেন।
প্রথম ওয়ানডে খেলেন তামিম, তবে ফিটনেস নিয়ে তার করা মন্তব্যে আলোচনার তৈরি হয়। তাকে সমালোচনা করে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরের দিনই সংবাদ সম্মেলন ডেকে আচমকা অবসরের সিদ্ধান্ত জানান তামিম। যদিও প্রধানমন্ত্রী নির্দেশে পরের দিনই অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে ফেরার কথা তামিমের। তবে এর পুরোটাই নির্ভর করছে তার চিকিৎসার ধরনের ওপর।