অধিনায়ক তামিম কেমন ছিলেন
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে তিনি কেমন ছিলেন, সেটি নিয়ে আলোচনা হতেই পারে। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তামিমের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
বাংলাদেশ কেমন খেলেছে তামিমের নেতৃত্বে, আলোচনার বিষয়বস্তু সেটিও। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে এখন পর্যন্ত যে ১৫ জন নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে সাফল্যের বিচারে সবার ওপরে তামিম। তামিমের অধীনে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ ৩৭ ম্যাচ খেলে জিতেছে ২১ ম্যাচ, হেরেছে ১৪টি, ফল হয়নি ২ ম্যাচে। সাফল্যের হার ৬০ শতাংশ।
ওয়ানডেতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় তামিম আছেন পঞ্চম স্থানে। সমান ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিমও। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তামিম। মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হন তিনি।
নেতৃত্ব পাওয়ার পর এই ওপেনারের অধীনে বাংলাদেশ প্রথম একদিনের ম্যাচ খেলে ২০২১ সালের জানুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে বাংলাদেশ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে। তিন ম্যাচে ১৫৮ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিমই।
তবে এর আগেই অধিনায়ক হিসেবে খেলেছেন বাঁহাতি এই ওপেনার। ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফি চোটের কারণে ছিটকে গেলে নেতৃত্ব পান তামিম।
ওয়ানডেতে এখন পর্যন্ত ২৩৯ ইনিংসে ব্যাট করে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন তামিম। যার মধ্যে অধিনায়ক হিসেবে খেলে করেছেন ১১৩২ রান। গড় ৩৩.২৯। সেঞ্চুরি করেছেন ১টি, সর্বোচ্চ স্কোর ১১২। ক্যাচ নিয়েছেন ১৬টি।