মেসির অটোগ্রাফ নেওয়ায় চাকরি হারালেন পরিচ্ছন্নতাকর্মী
লিওনেল মেসি যদি আপনার চোখের সামনে এসে দাঁড়ান, তখন আপনি কী করবেন? অন্তত বাকি সব ভুলে একটা ছবি তুলে রাখতে চাইবেন, অথবা অটোগ্রাফ নিবেন।
এই অটোগ্রাফ নিতে গিয়েই চাকরি গিয়েছে এক মেসি ভক্তের। ঘটনাটি ঘটেছে ঘরের মাঠে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচেই।
ইন্টার মায়ামির স্টেডিয়াম ডিআরভি পিএনকেতে সেদিন বাথরুম পরিষ্কার করার কাজ করছিলেন কলম্বিয়ান নাগরিক ক্রিস্টিয়ান সালামাঞ্চা। সৌভাগ্যবশত মেসিকে সামনে পেয়ে যান তিনি। উত্তেজনা ধরে রাখতে না পেরে তার কাছ থেকে অটোগ্রাফ চেয়ে নেন সালামাঞ্চা।
মেসিও খুশিমনেই অটোগ্রাফ দিয়েছেন সালামাঞ্চাকে। তবে বিপত্তি বাঁধে এরপরই। অটোগ্রাফ নেওয়ার পরের মুহূর্তটা সালামাঞ্চার কাছে ভুলে যাওয়ার মতোই। চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।
সালামাঞ্চা বলেন, 'নিরাপত্তাকর্মীরা এসে আমাকে বের করে দেন এবং চাকরি থেকেও বরখাস্ত করেন। তবে আমার কাছে প্রতিটা সেকেন্ড ছিলো মূল্যবান।'
ইউরোপীয় গণমাধ্যম জানিয়েছে, ক্লাবের কর্মী বা বাইরের যে কেউই হোক, স্টেডিয়ামে সবাইকে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটবলার বা কারো সঙ্গে ছবি তোলা বা তাদের থেকে অটোগ্রাফ নিতে বিরক্ত করা যাবে না। সালামাঞ্চাও এই ব্যাপারে জানতেন। কিন্তু মেসিকে দেখে অটোগ্রাফ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।