বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা কবে, জানালেন পাপন
৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এর আগেই দল ঘোষণা করা হবে, বিসিবির পক্ষ থেকে এমন জানানো হয়েছে বেশ আগে। এরও আগে থেকে বলা হয়েছে, এশিয়া কাপের দলটাই হবে ওয়ানডে বিশ্বকাপের দল। বিসিবি সভাপতি থেকে শুরু করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, বিসিবির নির্বাচক; সবাই বলেছেন এমন কথা। কিন্তু প্রাথমিক দল ঘোষণার এক দিন আগে নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা।
এশিয়া কাপের দলটি বিশ্বকাপের দল হচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা পাল্টে গেছে। ক্রিকেটারদের চোট ও অসুস্থতার কারণে আগের পরিকল্পনা থেকে সরে এসে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। এ ছাড়া প্রাথমিক দল দেওয়ার তাড়াও অনুভব করছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। চূড়ান্ত দল নিয়েই আপাতত ভাবনা বিসিবির।
৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল দিতে হবে, এই দলটিতে পরিবর্তন আনা যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বরকেই নিজেদের সীমা হিসেবে ধরছে বিসিবি। এর দুই-একদিন আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এর আগে প্রাথমিক দল দেওয়াটাকে 'অপশনাল' মনে করছে বিসিবি।
সোমবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে সভা করেছেন বিসিবি সভাপতি। পাকিস্তানের লাহোর থেকে এই সভায় যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সভা শেষে পাপন বলেন, 'আমাদের একটা পরিকল্পনা ছিল। আমরা ওই পরিকল্পনা প্রয়োগে যেতে পারিনি। এশিয়া কাপে কথা ছিল তামিম ও লিটন দাস ওপেন করবে, ওরা তো নেই। এখন যদি ১৫ জনের দল পাঠাতে হয়...ওরা এখন পর্যন্ত সুস্থ না।'
'ওদের বাদ দিয়ে দল পাঠাবো? সেটা তো সম্ভব নয়। চ্যালেঞ্জটা আপনাকে বুঝতে হবে। ওখানে (এশিয়া কাপে) আছে ১৭ জন। হিসাব করতে বলেছি। এখানে আছে ৬ জন। এরা প্রত্যেকে সামর্থ্যবান। এর মধ্যে তামিম ও লিটন ঢুকবে। তাহলে কতো হলো, ২৫। ওখান থেকে ১০ জন বাদ দেন। কাকে বাদ দেবেন? আমি তো সেটাই এখনও...মানে এটা সহজ নয়। যারা পারফর্ম করছে, ভালো করছে তাদের বাদ দিয়ে দেব?' যোগ করেন তিনি।
মূল দল এখনই দিতে হচ্ছে না, এই সুযোগটাই কাজে লাগাতে চায় বিসিবি। পাপন বলেন, ' এখনই যে দিতে হবে, তা নয়। এখন যেটা দিতে হবে লজিস্টিকের কারণে। কিন্তু মূল দল দিতে হবে আমি যতটুকু জানি ২৮ তারিখ। আমরা তখনই দিব আমাদের মূল স্কোয়াড। এখনকারটা (প্রাথমিক দল) দিতে হয় বলে দেওয়া, যদি দেয় তারা। কিন্তু মূল স্কোয়াডটা দিতে পারব ২৬ অথবা ২৭ তারিখ। তখন সবাই জানবেন।'
যারা চোটে আছেন, তাদের জন্য অপেক্ষা করতে চায় বিসিবি; এ কারণেই মূলত সময় নেওয়া। এ ছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সও বিবেচনা করা হবে দল বাছাইয়ের ক্ষেত্রে। বিসিবি সভাপতির ভাষায়, 'তামিম-লিটন দাসের নাম দিলাম ধরুন। তারপর যদি ওরা খেলতে না পারে, ফিট না হয়! তাই বলে দিচ্ছি না, তা নয়, ওদের নামও থাকবে। কিন্তু এটা না। মেইন স্কোয়াড দিব, নিউজিল্যান্ড সিরিজটা দেখব। যারা নাকি এখানে আছে, তারাও সুযোগ পাবে।'