এশিয়ান গেমস হকিতে জাপানের কাছে বড় হার বাংলাদেশের
এশিয়ান গেমস হকিতে জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ প্রথম ম্যাচেই হেরেছে ৭-২ গোলের বিশাল ব্যবধানে।
ভারত, পাকিস্তান ও জাপানের মতো দলের গ্রুপে থাকা বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলার রাস্তা শুরুতেই কঠিন হয়ে গেল।
গংসু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই ব্যবধান ৪-০ করে জাপান। গোলগুলো হয়েছে ২, ৫, ৮, ১০ মিনিটে। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ভালো খেলেছে বাংলাদেশ। আর কোনো গোল না খেয়ে একটি গোল শোধ করেছে।
২৯ মিনিটে গোল করেছেন আশরাফুল ইসলাম। স্কোর তখন ৪-১। তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করেছে জাপান। ৪৩ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন পুষ্কর খীসা। স্কোর দাঁড়ায় ৬-২। শেষ কোয়ার্টারে আরেকটি গোল করেছে জাপান। তাদের হয়ে ৭ গোলের দুটি করেছেন ইয়োমা নাগাই।
উল্লেখ্য, জাপান গত এশিয়ান গেমস হকিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৬ সেপ্টেম্বর এশিয়ান গেমসে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে।