এশিয়ান গেমস ফুটবলে চীনকে রুখে দিলো বাংলাদেশ
এশিয়ান গেমস ফুটবলে নিজেদের শেষ ম্যাচে চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ। যদিও টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
তবে বিদায় নিলেও স্বাগতিক এবং শক্তিশালী চীনকে রুখে দিয়ে আত্মবিশ্বাস নিয়েই দেশে ফিরবে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে মায়ানমার এবং ভারতের কাছে হেরেছিল লাল-সবুজের দল।
এশিয়া গেমসে এটি ছিলো চীনের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। শেষ ম্যাচটি হয়েছিল ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে।
১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে চীনের সঙ্গে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে সময় এশিয়ান গেমসের ফুটবল জাতীয় দলকে নিয়ে হতো।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের কাছে ১-০ গোলে হারে। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শেষ দিকে পেনাল্টি গোলে হেরেছিল বাংলাদেশ। চীন প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল ৫-১ গোলে।