২০২৪ থেকে মেসিদের ম্যাচের টিকেটের দাম সর্বনিম্ন লাখ টাকা
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছেন। গোটা মার্কিন মুল্লুক কাঁপছে মেসি জ্বরে।
মেসির খেলা ম্যাচগুলোর টিকেটের দাম বহুগুণে বেড়ে দাঁড়িয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তিকে একটিবার চোখের সামনে দেখতে সেই টাকা খরচ করতেও কার্পণ্য করছেন না যুক্তরাষ্ট্রের দর্শকেরা।
এবার তারই সুযোগ নিতে যাচ্ছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ২০২৪ সাল থেকে নিজেদের মাঠে টিকেটের দাম ৮২ শতাংশ পর্যন্ত বাড়াতে যাচ্ছে তারা।
ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ২০২৪ মৌসুমে ক্লাবটির হোম ম্যাচের টিকেটের দাম ঘোষণা করেছেন। গত পরশু টিকেটের দাম বাড়ার বিষয়ে ভক্ত-সমর্থকদের ইমেইল করে দিয়েছেন।
এ বছর মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে এক ম্যাচের টিকেটের সর্বনিম্ন দাম ছিল ৪৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ হাজার টাকা। সেটা ৮২ শতাংশ বেড়ে আগামী বছরের জন্য হবে ৮৮৪ ডলার যা বাংলাদেশি প্রায় ৯৮ হাজার টাকা।
আরেকটু ভালো জায়গা থেকে খেলা দেখতে হলে দর্শকদের বসতে হবে ফুড এন্ড ড্রিংক ক্লাব এরিয়াতে। যার টিকেটের দাম আগে ছিল ৩৬০০ ডলার অর্থাৎ প্রায় চার লক্ষ টাকা। এর দাম বেড়ে হবে ৭৬৫০ ডলার বা প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।