বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হারের ম্যাচে প্রাপ্তি পেসারদের পারফরম্যান্স
দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। পেসাররা জোর চেষ্টা করলেও ব্যাটসম্যানরা এই ম্যাচে হয়েছেন ব্যর্থ। আর তাতে মূল টুর্নামেন্ট শুরুর আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একটা অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের।
ইংল্যান্ডকে বাংলাদেশ দিয়েছিল মামুলি লক্ষ্য। সেটিকে ইংলিশরা আরো ছোট বানিয়ে ফেলে দ্রুত রান তুলে। তবে এর মধ্যেও বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স হতে পারে দলের জন্য আত্মবিশ্বাসের কারণ।
বাংলাদেশের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ২৪ ওভারেই পেরিয়ে যায় ইংল্যান্ড। হাতে ছিলো চারটি উইকেট। তবে ১১৪ রানের মধ্যেই বাটলারের দলের পাঁচ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসাররা। যা তাদের মনোবল বাড়াবে নিশ্চিত।
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের কাছে যে কোনো বোলিংই মার খেয়ে যেতে পারে। সেখানে বাংলাদেশের পেসাররা বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট, তাসকিন, হাসান মাহমুদ এবং শরিফুল পেয়েছেন একটি করে উইকেট।
ইংল্যান্ডের হয়ে মইন আলী অপরাজিত থাকেন ৫৬ রান করে। এছাড়াও বেয়ারস্টো ৩৪, অধিনায়ক বাটলার করেছেন ৩০ রান।
এর আগে বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। বৃষ্টির বাধায় ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ নয় উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান। বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭।
প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশ। তবে আজ ইংল্যান্ডের পেসারদের সামনে সেই দাপট দেখাতে পারেননি না লিটন-মুশফিকরা।
আগের ম্যাচে ৮৪ রান করা তামিম আজ করেন ৪৫ রান। লিটন দাস রান পাননি, আউট হয়েছেন পাঁচ রান করেই। মিরাজ ধরে রেখেছেন নিজের ফর্ম। দলের সর্বোচ্চ ৭৪ রান এসেছে তার ব্যাট থেকেই।
বাকি ব্যাটসম্যানরা তেমন অবদান রাখতে পারেননি। ইংল্যান্ডের পেসাররা বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। টপলে তিনটি, উইলি দুটি, উড এবং কারান নেন একটি করে উইকেট। আদিল রশিদ নেন দুটি উইকেট।