চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর প্রথম গোল, জিতল আল-নাসের
তার নামই মি. চ্যাম্পিয়ন্স লিগ। সেই চ্যাম্পিয়ন্স লিগে তিনি গোল করবেন না, তা কী হয়! হোক এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ, ক্রিশ্চিয়ানো রোনালদোর তাতে বয়েই গেছে।
ইউরোপের ক্লাব সেরা টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কাঁপানোর পর এবার এশিয়ার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের উপস্থিতি জানান দিলেন সিআর সেভেন। জিতেছে তার দল আল-নাসেরও।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পারসেপোলিসকে হারিয়েছিল আল-নাসের। তবে সেই ম্যাচে গোল পাননি রোনালদো। নিজের দ্বিতীয় ম্যাচে ইস্তিকলোলের বিপক্ষে দলকে সমতাসূচক গোলটি এনে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুলেছেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর গোলের পর তালিস্কার জোড়া গোলে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেয়েছে আল-নাসের। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো আছেন দুর্দান্ত ফর্মে, ইতোমধ্যে এই মৌসুমে ১৬ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন তিনি।
এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন,'দলের প্রত্যেকে ভালো খেলেছে। প্রথম এএফসি চ্যাম্পিয়নস লিগ গোল পেয়ে আমি খুশি। আমরা জয়কে অব্যাহত রাখতে চাই।'