রোনালদোর জোড়া গোল, ২০২৪ ইউরো নিশ্চিত করল পর্তুগাল
স্বাগতিক জার্মানি তো আছেই, ২০২৪ ইউরোতে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আরো তিন দল। ফ্রান্স, বেলজিয়াম এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নিশ্চিত করেছে ইউরোতে নিজেদের অংশগ্রহণ।
রোনালদো করেছেন জোড়া গোল, আর তাতে তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪ ইউরোতে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।
সিআর সেভেনের নৈপুণ্যে স্লোভাকিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এতে বাছাইপর্বে সাত ম্যাচ খেলে সাতটিতেই জিতল রবার্তো মার্তিনেজের দল৷
রোনালদোর গোল দুটি এসেছে ম্যাচের ২৯ ও ৭২ মিনিটে৷ প্রথমটি করেছেন পেনাল্টি থেকে। গন্সালো রামোস করেছেন পর্তুগালের অন্য গোলটি।
এছাড়াও নেদারল্যান্ডসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ইউরোতে অংশগ্রহণ নিশ্চিত করেছে ফ্রান্স। লা ব্লুজদের দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ইউরো খেলা নিশ্চিত করেছে বেলজিয়ামও।