হঠাৎ বিপর্যয়ে তিনশ ছোঁয়া হলো না আফগানিস্তানের
টসের সময় আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি জানান, এমন ব্যাটিং উইকেটে জিততে ৩০০ রানের বেশি করতে হবে। তিনশ ছাড়ানো সংগ্রহেই চোখ ছিল তাদের। ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে রহমানউল্লাহ গুরবাজের করা দাপুটে ব্যাটিংয়ে সেই পথেও ছিল আফগানরা। কিন্তু হঠাৎ বিপর্যয়ে পথহারা অবস্থা, তাই ১৬.৩ ওভারে বিনা উইকেটে ১১৩ রান তুলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো হলো না তাদের। এরপরও অবশ্য লড়াকু সংগ্রহ গড়েছে তারা।
রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিং করা আফগানিস্তান ৪৯.৫ ওভারে ১০ উইকেটে ২৮৪ রান তুলেছে। বিশ্বকাপ ও এই ফরম্যাটে এটাই ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যদিও ১৩ ওভারেই ১০০ রান পূর্ণ হয় তাদের। কিন্তু হঠাৎ খেই হারানো দলটি পরের ৩৭ ওভারে রান তুলেছে ১৮৪। ১৯তম ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া আফগানরা পরে আর ঠিক পথ খুঁজে পায়নি। ইংলিশ বোলারদের কোনোরকম পাত্তা না দিয়ে ঝড়ো ব্যাটিং করা রহমানউল্লাহ গুরবাজকে হারিয়ে মূলত বড় ধাক্কাটি খায় আফগানরা।
টস হেরে ব্যাটিং করতে নামা আফগানরা উড়ন্ত সূচনা পায়। অসাধারণ সব শটে দলকে বড় জয়ের ভিত গড়ে দেন গুরবাজ। ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লের ১০ ওভার থেকেই ৭৯ রান তোলেন তিনি। এর মধ্যে তার রানই ছিল ৪৬। গুরবাজ-ইব্রাহিমের জুটিতে ১৩তম ওভারেই একশ ছুঁয়ে এগিয়ে যাচ্ছিল আফগানিস্তান। ১৭তম ওভারে গিয়ে আউট হন ইব্রাহিম, ভাঙে ১১৩ রানের উদ্বোধনী জুটি।
৪৮ বলে ৩টি চারে ২৮ রান বিদায় নেন ইব্রাহিম। প্রথম উইকেট হারানোর সঙ্গে সঙ্গে দিকও হারিয়ে বসে তারা। ১৯তম ওভারের চতুর্থ বলে রহমত শাহকে ফিরিয়ে দেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। পরের বলেই দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন গুরবাজ। প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি তুলে নেওয়ার পথেধ থাকা ডানহাতি এই ওপেনার ৫৭ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮০ রান করেও হতাশা নিয়ে সাজঘরে ফেরেন।
হঠাৎ বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। যদিও এ জুটি বড় হয়নি, চতুর্থ উইকেটে ৩০ রান যোগ করেন তারা। শহিদি ১৪ ও ওমরজাই ১৯ রান করেন ফিরে যান। মোহাম্মদ নবীও ভাঙন আটকাতে পারেননি, ৯ রান করে আউট হন তিনি। এরপর আফগানদের ইনিংস এগিয়ে নিয়েছেন ইব্রাহিম আলীখিল।
নাজিবুল্লাহ জাদরানের জায়গায় সুযোগ পেয়েই বিশ্বকাপের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান রশিদ খানের সঙ্গে ৪৩ ও মুজিব-উর-রহমানের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ৬৬টি বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান ২৩ বছর বয়সী ইব্রাহিম। রশিদ ২২ বলে ২৩ ও মুজিক ১৬ বলে ২৮ রান করেন। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ ১০ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান মার্ক উড। একটি করে উইকেট নেন রিস টপলি, লিয়াম লিভিংস্টোন ও জো রুট।