ক্রিকেট বিশ্বকাপের পাঁচ বড় অঘটন
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জস বাটলারের দলকে ৬৯ রানে হারিয়েছে আফগানরা।
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এমন অঘটন আছে আরো বেশ কয়েকটি। তার মধ্যে বড় পাঁচটি অঘটন জেনে নেওয়া যাক।
জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, ৯ জুন ১৯৮৩, নটিংহাম
ফলাফল- জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী
নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় জিম্বাবুয়ে। ১৯৮৩ বিশ্বকাপের সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিলেন অ্যালান বোর্ডার, ডেনিস লিলি, জেফ থম্পসনদের মতো তারকারা।
প্রথমে ব্যাট করে ডানকান ফ্লেচারের ৬৯ রানের সুবাদে ছয় উইকেট হারিয়ে ২৩৯ রান করে জিম্বাবুয়ে। বল হাতেও দারুণ নৈপুণ্য দেখান ফ্লেচার। ৪২ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি। বিনা উইকেট হারিয়ে ৬১ রান তোলা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত হেরে যায় ১৩ রানে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২৫ জুন ১৯৮৩, লর্ডস
ফলাফল- ভারত ৪৩ রানে জয়ী
১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেইসাথে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় তারা। এই ম্যাচের আগে নয় বছরে মাত্র ১৭টি ওয়ানডে ম্যাচ জিতেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ ছিলো অপরাজেয়।
প্রথমে ব্যাট করে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের পেসত্রয়ী অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল এবং মাইকেল হোল্ডিং গুঁড়িয়ে দেন ভারতের ব্যাটিং লাইনআপ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দুই পেসার মহিন্দর অমরনাথ এবং মদন লালের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দুজনই নেন তিনটি করে উইকেট। ভারত ম্যাচ জিতে ৪৩ রানে।
কেনিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২৯ ফেব্রুয়ারি ১৯৯৬, পুনে
ফলাফল- কেনিয়া ৭৩ রানে জয়ী
প্রথমে ব্যাট করে ১৬৬ রানে গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মাত্র ৯৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। কেনিয়ার পক্ষে মরিস ওদুম্বে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
আয়ারল্যান্ড বনাম পাকিস্তান, ১৭ মার্চ ২০০৭, কিংসটন
ফলাফল- বৃষ্টি আইনে আয়ারল্যান্ড তিন উইকেটে জয়ী
আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৩২ রান তুলতেই অলআউট হয় পাকিস্তান। আয়ারল্যান্ডের বয়েড র্যাঙ্কিন নেন তিন উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডও বিপদেই পড়েছিল। শেষ পর্যন্ত কেভিন ও ব্রায়েন এবং ট্রেন্ট জনস্টোন মিলে আইরিশদের জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের পরদিন পাকিস্তান কোচ বব উলমারের মৃতদেহ পাওয়া যায় হোটেল রুমে।
আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড, ২ মার্চ ২০১১, বেঙ্গালুরু
ফলাফল- আয়ারল্যান্ড তিন উইকেটে জয়ী
২০০৭ এর পর ২০১১ বিশ্বকাপে আরেকটি বড় অঘটনের জন্ম দেয় আয়ারল্যান্ড। এবার তাদের শিকার ছিলো ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে ৩২৭ রানের বড় সংগ্রহ গড়ে ইংলিশরা। আয়ারল্যান্ড সেই লক্ষ্য পেরিয়ে যায় তিন উইকেট হাতে রেখে। কেভিন ও ব্রায়েন গড়েন বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। তার ৬৩ বলে ১১৩ রানের ইনিংসে ঐতিহাসিক জয় পায় আয়ারল্যান্ড।