ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাবে এই জয়, রশিদের আশা
আফগানিস্তানের হেরাতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজার মানুষ। ঘরবাড়ি ধ্বংস হয়েছে অসংখ্য লোকের।
এমন দুর্দিনেও আফগানিস্তানের মানুষকে উদযাপনের উপলক্ষ এনে দিয়েছে তাদের ক্রিকেট দল। বিশ্বকাপে চমক দেখিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছেন রশীদ-মুজিবরা।
বিশ্বকাপ তো বটেই, আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম বড় জয় এটি। আর এই জয় আফগানিস্তানের ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে উৎসর্গ করেছেন রশীদ খান।
এই পরিস্থিতিতেও কিছুটা উদযাপনের উপলক্ষ্য এনে দিতে পেরেছেন বলে মনে করেন রশীদ, 'দেশে ফিরে বড় উদযাপন হবে। আমাদের দেশে আনন্দের কোনো পরিস্থিতি ছিল না। আমি মনে করি, ক্রিকেটই একমাত্র উৎস যা অনেক খুশি ও স্মৃতির মুহূর্ত এনে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে জয় আমাদের জন্য অনেক বড় কিছু। কয়েক দিন আগে আফগানিস্তানের হেরাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই জয় কিছুটা হলেও দুঃসহ স্মৃতিগুলো ভুলতে সাহায্য করবে।'
উল্লেখ্য, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তান। বিশ্বকাপে এটি আফগানিস্তানের মাত্র দ্বিতীয় জয়।