ঢাকায় পা রেখেছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো
ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ভারতে এসেছেন ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো। সেখান থেকেই কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার।
বুধবার বিকেল ৩.৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান গ্রেমিও, বার্সেলোনা, পিএসজি, এসি মিলানের হয়ে খেলা সাবেক এই ফুটবলার। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান হোটেল র্যাডিসনে।
সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন রোনালদিনহো। এরপর র্যাডিসনে ভক্ত ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার ভোরে ঢাকা ছাড়বেন তিনি।
র্যাডিসনের বলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাত করবেন এই ফুটবল জাদুকর। প্রতিমন্ত্রীর সঙ্গে জার্সি বিনিময় করবেন।
এর মধ্যেই পৃষ্ঠপোষক ব্রুভানার একটি স্পোর্টস ড্রিংকস লঞ্চ করবেন।