ছয় ম্যাচের সবগুলোই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছেন চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সেমিফাইনাল খেলার স্বপ্ন জিইয়ে রাখতে সামনের ম্যাচগুলো জেতা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। নিজের শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসের কথাই জানালেন হাথুরুসিংহে।
বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ মনে করেন, তার দলের বাকি ছয় ম্যাচই জেতার সামর্থ্য আছে, 'আমাদের এখনও ছয় ম্যাচ বাকি আছে। এখনও মনে হয়, আমরা এই ছয় ম্যাচ জিততে পারব। আগামীকালের ম্যাচে এটিই আমাদের অনুপ্রেরণা।'
তবে পরপর দুই ম্যাচ হেরে দল কিছুটা চাপে আছে কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, 'আমার মনে হয় না, দল অগোছালো আছে। আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছি না এবং আমি জানি, ক্রিকেটাররা এর চেয়ে ভালো করতে চায়। যা বললাম, ব্যাটিংয়ে আমরা পরিপূর্ণ পারফরম্যান্স করতে পারিনি। কিছু ম্যাচে কিছু ব্যক্তিগত পারফরম্যান্স হয়েছে। তবে সম্মিলিত কিছু হয়নি। তাই আশা করি এই ম্যাচে আমরা সেটি করতে পারব। কারণ ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো এবং আমরা আশা করছি আগামীকাল তারা ব্যাটিংয়ে ভালো পারফর্ম করবে।'