কুয়াশায় বিশ্বকাপের ম্যাচ বন্ধ হয়ে যাওয়া মিচেলের কাছে 'অসাধারণ মুহূর্ত'
বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ আছে শতশত। কিন্তু কুয়াশার কারণে মাঝপথে খেলা বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ খুব বেশি নেই। গতকাল সেটিই ঘটেছে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ।
নিউজিল্যান্ডের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১০০ রান তুলে ভারত। তখনই মেঘের মতো উড়ে আশা কুয়াশার কারণে বল দেখতে সমস্যা হচ্ছিল খেলোয়াড়দের।
তাই ১৫.৪ ওভার যাওয়ার পর খেলোয়াড়েরা মাঠ থেকে উঠে যান আম্পায়ারদের সঙ্গে কথা বলে। কুয়াশা কেটে গিয়ে কিছুক্ষণ পরেই অবশ্য শুরু হয় খেলা।
এই ঘটনাকে 'অসাধারণ' বলে আখ্যা দিয়েছেন কিউই ব্যাটসম্যান ড্যারিল মিচেল। এই ডানহাতি ব্যাটসম্যানের ১৩০ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণেই ভারতকে ২৭৪ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। যদিও চার উইকেটে জিতে ভারতই শেষ হাসি হেসেছে।
কুয়াশার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার এই ঘটনা নিয়ে মিচেল বলেন, 'জিনিসটা খুবই অদ্ভূত। আমি এর আগে এরকম ঘটনা আরেকবার দেখেছি। ওয়েলিংটনে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে গিয়ে। তবে এবারের বিশ্বকাপে অসাধারণ সব মুহূর্তের সৃষ্টি করে যাচ্ছে।'