আজ রাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর হঠাৎ করে দেশে ফেরেন সাকিব আল হাসান। মিরপুরে কোচ নাজমুল আবেদীনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি।
বিশ্বকাপ দলের সঙ্গে আজ রাতেই যোগ দেবেন সাকিব। দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইডেন গার্ডেনে আগামীকালের দলগত অনুশীলনে যোগ দেবেন সাকিব। শনিবার বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
যদিও আগামীকালও সাকিবের মিরপুরে অনুশীলন করার কথা ছিলো। এরপর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু একদিন আগেই ফিরে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ব্যাটিংটা ভালো হচ্ছে না সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রান করা ছাড়া বলার মতোন আর ইনিংস নেই তার।