তাসকিনের দ্বিতীয় আঘাত, ধুঁকছে নেদারল্যান্ডস
জুটি গড়ার পর দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে নেদারল্যান্ডস। এরপর আবারও প্রতিরোধ গড়ে তোলে ডাচরা। অবশ্য এবারও এই জুটিতে লম্বা পথ পাড়ি দেওয়া হয়নি তাদের। বাস ডে লেডেকে ফিরিয়ে এই জুটি ভেঙে দিলেন তাসকিন আহমেদ। ম্যাচে এখন পর্যন্ত এটা তার দ্বিতীয় উইকেট।
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ার পথে ১৭ রান করেন ডে লেডে। কয়েকবার দিক হারানো নেদারল্যান্ডস রান তুলতে রীতিমতো ধুঁকছে। ৩০ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। এডওয়ার্ডস ৩৪ ও সাইব্যান্ড এঙ্গেলব্রেখট ৩ রানে ব্যাটিং করছেন।
মুস্তাফিজ-সাকিবে কোণঠাসা নেদারল্যান্ডস
শুরুর ধাক্কা সামলে জুটি গড়ে তুলেছিল নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন ওয়েসলে বারেসি ও কলিন অ্যাকারম্যান। এ দুজনকে ফিরিয়ে ডাচদের চেপে ধরেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের পর দলকে উইকেট এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান।
১৪তম ওভারে মুস্তাফিজের ফুল লেংথের ডেলিভারিতে শট খেলতে গিয়ে সাকিবের হাতে ধরা পড়েন ৪১ বলে ৮টি চারে ৪১ রান করা বারেসি। পরের ওভারে ১৫ রান করা অ্যাকারম্যানকে ফেরান সাকিব, তার তোলা ক্যাচটি নেন মুস্তাফিজ। আরেকটি উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু তিন বলের মধ্যে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দুটি ক্যাচ ফেলেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।
উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে গেছে নেদারল্যান্ডস। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ডাচদের সংগ্রহ ৬৯ রান। স্কট এডওয়ার্ডস ৫ ও বাস ডে লেডে ১ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই তোপ দাগলেন তাসকিন-শরিফুল
বল হাতে শুরুটা দারুণ হলো নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের। তিন ওভারের মধ্যেই ডাচদের দুই উইকেট তুলে নিয়েছে তারা। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ আঘাত হানেন, পরের ওভারে উইকেট তুলে নেন শরিফুল ইসলামও।
কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন। কাঁধের চোটের কারণে আগের দুই ম্যাচ খেলা হয়নি তার। ফেরার ম্যাচে শুরুতেই দলকে উইকেট এনে দিলেন তিনি। তার পায়ের ওপর করা ডেলিভারি ফ্লিক করতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং।
পরের ওভারে শরিফুলের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ম্যাক্স ও'দাউদ। ৪ রানেই দুই উইকেট হারানো নেদারল্যান্ডসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। ৬ ওভার শেষে ২ উইকেটে নেদারল্যান্ডসের সংগ্রহ ২৩ রান।