খেলোয়াড়দের মাথায় কী চলছে, জানেন না সাকিব
বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য ছিলো সেমি-ফাইনাল খেলা। বড় বড় দলের ভীড়ে সেটি করা কঠিনই হতো। তবুও দলের কাছ থেকে অন্তত লড়াই দেখার প্রত্যাশায় ছিলেন ভক্ত-সমর্থকরা।
সেমি-ফাইনাল খেলা তো দূরের কথা, এখন সম্মান নিয়ে ফিরতে পারে কিনা বাংলাদেশ দল, সেটিই সন্দেহের বিষয়। বাকি থাকা তিন ম্যাচের প্রতিপক্ষ যে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের কাছে বড় পরাজয় বরণ করা বাংলাদেশ এই তিন দলের কাউকে হারাবে, সেটি সমর্থকরা বিশ্বাস করবেন না।
বিশ্বকাপে যাওয়ার আগে বড় স্বপ্নের কথা বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আশাবাদী ছিলেন, সেমি-ফাইনালে উঠবে দল। প্রথম চার ম্যাচে এক জয়ের পর অন্তত সেরা পাঁচ-ছয় দলের মধ্যে থাকার কথা বলেছিলেন। সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ আজ নেদারল্যান্ডসের কাছে হেরে ছয় ম্যাচ শেষে দশ দলের মধ্যে আছে নবম স্থানে।
সাকিবের কাছে ব্যাটিং ব্যর্থতাই বড় হয়ে দাঁড়াল ম্যাচ শেষে, 'আমার মনে হয়, আমরা বেশ ভালো বোলিং করেছি। ওদেরকে ১৬০-১৭০ রানের মধ্যে আটকানো উচিত ছিলো। কিন্তু আমাদের ব্যাটিং পুরো টুর্নামেন্টজুড়েই হতাশাজনক ছিল।'
হারের দায় দলকেই নিতে হবে বলে জানালেন সাকিব, ' পরিস্থিতি যতোটা খারাপ হতে পারে ঠিক ততটাই খারাপ হয়েছে। আমাদেরকেই এর দায় নিতে হবে। আমি জানিনা, খেলোয়াড়দের মাথায় কী চলছে।'
এই হতশ্রী পারফরম্যান্সের পরেও সমর্থকদের সমর্থন কমেনি। তাই তাদের কথাও স্ম্ররণ করলেন বাংলাদেশ অধিনায়ক, 'আমরা একদমই বাংলাদেশ দলের মতো খেলতে পারিনি। সমর্থকরা এরপরেও সমর্থন দিয়ে গেছেন।'