পাকিস্তানকে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরলেন লিটন
২৩ রানেই তিন উইকেট হারানো দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুর চাপ কাটিয়ে সাবলীল ব্যাটিংই করছিলেন এ দুজন। কিন্তু দলীয় সংগ্রহ ১০০ ছাড়িয়ে প্রতিপক্ষকে ক্যাচ অনুশীলন করিয়ে বিদায় নিলেন লিটন। এমন আউট যে সবার জন্যই হতাশার, লিটনের শারীরিক ভাষাই তা বলে দিচ্ছিল।
২১তম ওভারে ইফতিখার আহমেদের করা পায়ের ওপরের ডেলিভারি ঘুরাতে গিয়ে মিড উইকেটে আগা সালমানের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৬৪ বলে ৬টি চারে ৪৫ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন তিনি, যা এবারের বিশ্বকাপে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি।
২৫ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে ব্যাট হাতে একমাত্র ধারাবাহিক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ৪৮ ও অধিনায়ক সাকিব আল হাসান ২ রানে ব্যাটিং করছেন।
তিন ওভারেই নেই বাংলাদেশের দুই উইকেট
কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো না হলো না। প্রথম ওভারেই ফিরে গেলেন বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
তাকে ফিরিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ করলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৫ বলে শূন্য করা তানজিদ তামিম। বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলেন তিনি।
শুরুতেই বাংলাদেশের ইনিংসে আঘাত হানা শাহিন আফ্রিদি নিজের পরের ওভারেও তোপ দাগলেন, এবার তার শিকার নাজমুল হোসেন শান্ত। ফ্লিক করতে গিয়ে উসামা মীরের হাতে ধরা পড়েন ৩ বলে ৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৯ রান করার পর থেকে নিজের ছায়া হয়ে আছেন শান্ত। পরের ছয় ম্যাচে একবারও দুই অঙ্কের রান করতে পারেননি তিনি, রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন দুবার।
লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে চাপ কাটিয়ে ওঠার চেষ্টায় শুরুতেই চাপে পড়া বাংলাদেশ। ৪ ওভারে ২ উইকেটে তাদের সংগ্রহ ৯ রান। লিটন ৪ ও মুশফিক ১ রানে ব্যাটিং করছেন।