বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ডোনাল্ড বললেন- 'তাদেরকে ভালো অবস্থায় রেখে যাচ্ছি'
বিসিবির সঙ্গে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চুক্তি এ মাসেই শেষ হতে যাচ্ছে। কিন্তু মেয়াদ ফুরোবার আগেই বিসিবির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ফাস্ট বোলার।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের সমালোচনা করেন তিনি। সেখানে ডোনাল্ড বলেন, 'আমি ক্রিকেট মাঠে এমন কিছু দেখতে চাই না।'
টিম ম্যানেজমেন্টের সদস্য হয়েও দলের এমন সমালোচনা করায় বিসিবি ডোনাল্ডকে লিখিতভাবে তাদের অসন্তোষের কথা জানিয়েছে। এই ঘটনার পরপরই চাকরি ছাড়ার ঘোষণা দেন ডোনাল্ড।
তবে বাংলাদেশ দলের পেস আক্রমণকে বেশ ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই কিংবদন্তি ফাস্ট বোলার, 'আমার পরে যেই আসুক না কেন, পেসারদের দেখে অবাক হবে। আমি তাদেরকে একটা ভালো অবস্থায় রেখে যাচ্ছি।'
বিদায়বেলায় স্মৃতিচারণ করলেন এক দক্ষিণ আফ্রিকান, 'দলের সঙ্গে আমার অনেক দারুণ মুহূর্ত কেটেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক মজা করেছি। সেসব স্মৃতি মনে থাকবে।'
উল্লেখ্য, ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পেস বোলিংয়ে দেখার মতো উন্নতি চোখে পরেছে। নিজেদেরকে আরো ভালো পর্যায়ে নিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা।