রূপান্তরিত খেলোয়াড়দের নারী ক্রিকেটে নিষিদ্ধ করল আইসিসি
প্রবল সমালোচনার মুখে অবশেষে নিজেদের নিয়ম বদলাতে বাধ্য হলো আইসিসি। ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ট্রান্সজেন্ডার নারী ড্যানিয়েল ম্যাকগাহিকে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র দিয়েছিল আইসিসি। কিন্তু নয় মাসের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করে নিজেদের নিয়মে পরিবর্তন এনেছে সংস্থাটি।
প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছিলেন ম্যাকগাহি। তখনই নারী ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে। বিভিন্ন দিক বিবেচনা করার পর আইসিসিও নিজেদের লিঙ্গ বিষয়ক নিয়মে পরিবর্তন এনেছে। আর এর মারপ্যাঁচে পড়েই ম্যাকগাহির আন্তর্জাতিক ক্রিকেট খেলা আটকে গেছে।
২৯ বছর বয়সী ম্যাকগাহি ২০২০ সালে অস্ট্রেলিয়া থেকে কানাডাতে পাড়ি জমান। ২০২১ সালে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন তিনি। আন্তর্জাতিক নারী ক্রিকেট খেলার সব যোগ্যতা অর্জন করেছিলেন ম্যাকগাহি। তবে নিয়মের পরিবর্তনের কারণে এখন আর খেলতে পারবেন না তিনি।
আইসিসির নিয়ম পরিবর্তনের কারণে এখন থেকে ট্রান্সজেন্ডার কোনো নারী আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। রাগবিতে এই নিয়ম অনেক আগে থেকেই প্রচলিত, এবার ক্রিকেটেও সেই নিয়মের প্রচলন ঘটল।