দুর্ঘটনায় পড়া ব্যক্তির জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন শামি
বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ শামি, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন। যদিও বিশ্বকাপ জিততে পারেননি, অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শামি ও ভারতকে।
ক্রিকেট মাঠের নায়ক থেকে এবার সত্যিকার জীবনের নায়ক বনে গিয়েছেন মোহাম্মদ শামি। দুর্ঘটনায় পড়া এক ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন এই পেসার।
উত্তরাখন্ডের নৈনিতালে এক ব্যক্তি ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার শিকার সেই ব্যক্তির গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। শামির সামনেই ঘটেছে এই ঘটনা। সেই ব্যক্তিকে ভারতীয় পেসারসহ তার সঙ্গে থাকা আরও কয়েকজন মিলে বের করে এনেছেন।
এরপর শামি দুর্ঘটনায় পড়া সেই ব্যক্তির হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন। দুর্ঘটনায় পড়া সেই ব্যক্তিকে বাঁচানোর ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন শামি। সাথে লিখেছেন, 'তিনি খুবই ভাগ্যবান। সৃষ্টিকর্তা তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমার চোখের সামনেই তার গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে পেরে আমি ভীষণ খুশি।'
এই ভিডিও শামি ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলতে থাকে প্রশংসার বন্যা। শামির পোস্টের নিচে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'শামিকে কারও উইকেট বাঁচাতে দেখলাম।'
কেউ কেউ তো এই ঘটনাকে শামির এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সঙ্গে তুলনা করেছেন, 'ভারতীয় দলকে আপনি মাঠে বাঁচিয়েছেন। এবার বাঁচালেন একজন মানুষকে।'