ব্যাট হাতে আইরিশ ক্রিকেটারকে শাসিয়ে বিতর্কিত সিকান্দার রাজা
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় হয়েছে তারা, প্রথম দুই দল হিসেবে জায়গা করে নিয়েছে নামিবিয়া ও উগান্ডা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সুযোগ না পেলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেমে নেই জিম্বাবুয়ের। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফ্লাডলাইটের নিচে। সেই ম্যাচ জয়ের পথে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪২ বলে ৬৫ রান করেছেন এই অলরাউন্ডার। তবে একটি বিতর্কিত কাণ্ডও ঘটিয়েছেন সিকান্দার। আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্পারের দিকে ব্যাট হাতে তেড়ে যেতে দেখা যায় জিম্বাবুয়ে অধিনায়ককে। আম্পায়াররা না আটকালে হয়তো ক্যাম্পারকে মেরেই বসতেন রাজা। মূলত স্লেজিংয়ে ক্ষিপ্ত হয়েই মেজাজ হারিয়েছেন এই অলরাউন্ডার।
এ ঘটনায় আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই আম্পায়ার মুটিজওয়া ও চাবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন কি না, সেটাও জানা যায়নি।