একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও হ্যাটট্রিক, সিকান্দার রাজার বিরল কীর্তি
আগের ম্যাচে উগান্ডার কাছে হেরে অঘটনের শিকার হওয়া জিম্বাবুয়ে পরের ম্যাচেই জিতল বড় ব্যবধানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে রুয়ান্ডাকে বিধ্বস্ত করেছে সিকান্দার রাজার দল। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক নিজেই।
রুয়ান্ডার বিপক্ষে বড় জয় পাওয়ার ম্যাচে ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন সিকান্দার রাজা, এরপর বল হাতে হ্যাটট্রিকও করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন রাজা।
এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার হলেন নামিবিয়ার জে জে স্মিট। এই বাছাইপর্বে খেলছেন স্মিট, তার দল নামিবিয়াই আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সিকান্দার রাজার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে রুয়ান্ডাকে ১৪৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে দলের সংগ্রহ ২১৫ তে নিতে যেতে সাহায্য করেন সিকান্দার রাজা, এরপর বল হাতে রুয়ান্ডার শেষ তিন উইকেট নিয়েছেন পরপর তিন বলে। তাদেরকে ৭১ রানে অলআউট করে দেয় জিম্বাবুয়ে। এই জয়ের পর পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উঠে এসেছে জিম্বাবুয়ে।